Nitish Kumar ‘Smiling’ during National Anthem।  জাতীয় সঙ্গীতের ‘অপমান’ করার অভিযোগ নীতীশের বিরুদ্ধে

Spread the love

জাতীয় সঙ্গীতের সময় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(Nitish Kumar) হাসিমুখে করজোড় করার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই আবহে অভিযোগ করা হচ্ছে, জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন নীতীশ। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব নীতীশকে এই নিয়ে আক্রমণ করেছেন। লালুপ্রসাদ যাদব এই ইস্যুতে নীতীশকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় সঙ্গীতের অবমাননা ভারত সহ্য করবে না। একই সঙ্গে নীতীশের উদ্দেশে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী বলেন, দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতকে অসম্মান করবেন না। 

বৃহস্পতিবার পাটনায় সেপাক তাক্র বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। ভাইরাল ভিডিয়োটি সেই অনুষ্ঠানের বলেই জানা গিয়েছে। তাতে ব্যাকগ্রাউন্ডে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন…’ চলছে। এদিকে দেখা যায়, নীতীশ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা অফিসারের সঙ্গে কথা বলতে শুরু করেন। আধিকারিকরা তাঁকে বাধা দেন, তারপর মুখ্যমন্ত্রী হেসে হাত জোড় করেন। হিন্দুস্তানটাইমস বাংলা অবশ্য বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এদিকে আরজেডি ছাড়াও বিহার কংগ্রেসও এই ভিডিয়োটি শেয়ার করেছে এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতকে অসম্মান করার অভিযোগ করেছে।

এদিকে নিজের পোস্টে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীকে নিশানা করে লেখেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতের অপমান করবেন না। নীতীশ প্রতিদিন যুবক, ছাত্র, মহিলা এবং বয়স্কদের অপমান করেন। কখনও মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে হাততালি দিয়ে তাঁর মৃত্যু নিয়ে মজা করছেন। আর এবার জাতীয় সঙ্গীতকেও নিয়ে। আপনাকে মনে করিয়ে দিই, আপনি এক বিরাট রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েক সেকেন্ডের জন্যও আপনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থির থাকতে পারেন না। এমন অচেতন অবস্থায় আপনার এই পদে থাকাটা খুবই চিন্তাজনক বিষয়। বিহারকে এভাবে অপমান করবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *