ODI-র সর্বোচ্চ শতরানের মালিক ফুটবলে যা স্কিল দেখালেন… না দেখলে বিশ্বাসই হবে না আপনার

Spread the love

আইপিএলে গতবার যেখানে শেষ করেছিলেন, এবারে সেখান থেকেই শুরু করেছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। কলকাতায় এসে ইডেন গার্ডেন্সে অর্ধশতরান করে দলকে জিতিয়ে ছিলেন। যদিও বিরাট এরপরের ম্যাচ থেকেই কিছুটা যেন ছন্দ হারিয়েছেন। প্রথম ম্যাচে অপরাজিত ৫৯ করার পর বাকি দুই ম্যাচে তিনি করেছেন ৩৮ রান।

প্রথম দুই ম্য়াচেই দুরন্ত জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে এসে হারতে হয়েছে আরসিবিকে। বেঙ্গালুরুর বিরাট-পতিদাররা গুজরাট টাইটান্সের বিপক্ষে গত ম্যাচে হেরে গেছেন। চিন্নাস্বামীর মাঠে গিয়ে মহম্মদ সিরাজের দুরন্ত স্পেলেই কার্যত ছাড়খাড় হয়েছে গেছে বেঙ্গালুরু। ৮ উইকেটে গুজরাট টাইটান্স দল ম্যাচ জিতে নিয়েছে আরসিবির ডেরায় গিয়ে। বিরাট সেই ম্যাচে করেন মাত্র ৭ রান।

ফিল গুড মেজাজে কোহলি

এই ম্যাচের আগেই অবশ্য বিরাট কোহলিকে পাওয়া গেছে একদম ভিন্ন মেজাজে। বিরাট কোহলি এমনিতেই পর্তুগিত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব বড় ফ্যান। কারণ রোনাল্ডোর মধ্যে যত না ইশ্বর প্রদত্য ক্ষমতা রয়েছে, তার থেকেও বেশি তিনি নিজেকে তৈরি করেছেন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। তাই কোহলির আলাদা একটা অবসেশন রয়েছেন রোনাল্ডো এবং তাঁর ফুটবলকে ঘিরে।

চিন্নাস্বামীতে ফুটবলার কোহলির স্কিল

এবার বিরাট কোহলিকেই চিন্নাস্বামীর মাঠে দেখা গেল ফুটবল নিয়ে স্কিল দেখাতে। দল যখন ম্যাচের আগে ওয়ার্ম আপে ব্যস্ত তখনই কিং কোহলি নিজের পায়ের জাদু দেখালেন ফুটবল নিয়ে। আন্তর্জাতিক ফুটবলে মেসি-নেইমার-রোনাল্ডোরা বল নিয়ে যেরকম কারসাজি করে থাকেন, বিরাট কোহলিও ফুটবলকে সেরকমভাবেই যেন নিজের কথা শোনালেন।

বিরাটের ফুটবলের সেই ভিডিয়ো

সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। যেখানে বিরাটভক্তরা বিভিন্নরকম কমেন্ট করেছেন নিজের প্রিয় তারকার পক্ষে। কেউ কেউ বলছেন ভারতীয় ফুটবল দলেও বিরাট কোহলিকে চাই। কেউ আবার বলছেন, মেসির কিন্তু বিরাটের মতো বিশ্বকাপ রয়েছে, তবে রোনাল্ডোর নেই। এরকমই খুনসুটি চলছে কোহলির সেই ফুটবলের স্কিল দেখানোর ভিডিয়ো নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *