মত্ত অবস্থায় জুয়ার ঠেকে হানা দিয়ে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এক মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, শিলিগুড়ি পুলিশের এএসআই তানিয়া রায় এক মহিলাকে চুম্বন করছেন। এই ভিডিয়ো প্রকাশ করে শমীকবাবু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রশাসন দারুণ চলছে।’
শমীক ভট্টাচার্যের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, মহিলা নিরাপত্তার জন্য গঠিত শিলিগুড়ি পিঙ্ক ভ্যানের সামনে দাঁড়িয়ে কয়েকজন মহিলার সঙ্গে বচসা করছেন এএসআই তানিয়া রায়। ভিডিয়োতে স্থানীয়রা তাঁকে মত্ত বলে উল্লেখ করছেন। এরই মধ্যে হঠাৎ এক মহিলার গালে চুমু খেতে দেখা যাচ্ছে তানিয়া রায়কে।
শমীকবাবু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা দেখে মানুষ কেঁপে উঠবে। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পিংক ভ্যান বাহিনী এএসআই তানিয়া রায় মদ্যপ অবস্থায় বুধবার একটি জুয়ার ঠেকে হানা দেন। সেখানেই এক মহিলাকে অসংলগ্ন অবস্থায় জড়িয়ে ধরেন যা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। বহুবার ওনার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় কাজে আসার অভিযোগও উঠেছে। পশ্চিমবঙ্গের প্রশাসন দারুন চলছে। ’
জানা গিয়েছে, মত্ত পুলিশ আধিকারিককে দেখে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশের গাড়িতে চড়ে অন্যত্র পালান তিনি।
শিলিগুড়ি কমিশনারেট সূত্রে খবর, এর আগেও মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগ উঠেছিল তানিয়া রায়ের বিরুদ্ধে। তখন তিনি প্রধাননগর থানায় কর্মরত ছিলেন তিনি। ঘটনার পর তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এর পর তাঁকে শিলিগুড়ি পুলিশের পিঙ্ক ভ্যানের দায়িত্ব দেওয়া হয়। বুধবার রাতে ফের মত্ত অবস্থায় ডিউটিতে বেরোন তিনি। ওই ঘটনার পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।