Pinky on Kanchan’s Daughter। কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভিকে কোলে নিতে ইচ্ছে করে পিঙ্কির?

Spread the love

২০২৪ সালের জানুয়ারি মাসেই বিবাহবিচ্ছেদ হয় কাঞ্চন মল্লিক(Kanchan Mallick) এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের(Pinky Banerjee)। সেই বছরই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা। হন বাবাও। প্রাক্তন কাঞ্চন এবং শ্রীময়ীর মেয়েকে কি দেখতে কোলে নিতে ইচ্ছে করে পিঙ্কির? কী জানালেন?

কাঞ্চন এবং শ্রীময়ীর মেয়েকে নিয়ে কী জানালেন পিঙ্কি?

সম্প্রতি নিবেদিত অনলাইন নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর থেকে জানতে চাওয়া হয় যে অভিনেত্রীর কি তাঁর প্রাক্তন স্বামীর সদ্যজাত সন্তান কৃষভিকে দেখতে ইচ্ছে করে? বা কোলে নিতে? এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘এই বিষয়টা আমি কোনওদিন ভেবে দেখিনি। প্রশ্নটাই মাথায় আসেনি।’

পিঙ্কি এদিন আরও জানান, ‘আমি মানুষটাই এমন যে কাউকে যদি সামনে থেকে নাও দেখি তাও সেই মানুষটা ভালো ছাকই, তার জীবন সুন্দর হোক সেটা বলতে, ভাবতে বা প্রার্থনা করতে আমার বিন্দুমাত্র অসুবিধা হয় না।’ অভিনেত্রীর কথায়, ‘আমায় যদি কেস স্টাডি দেওয়া হয়, তার মতো তিনটি কন্যা সন্তান রাখা আছে, আমি কি আলাদা করে কৃষভিকে চিনতে পারব? না তো। তিনজনকেই সস্নেহে কোলে তুলে নেব। আমি তো একজন মা।’

কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে এবং পিঙ্কির বিচ্ছেদ

২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। তৃণমূল বিধায়কের তৃতীয় স্ত্রী তিনি। গত বছরই গোড়ার দিকে পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয় কাঞ্চনের। তারপর ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ী এবং কাঞ্চন আইনি বিয়ে সারেন। মার্চে হয় তাঁদের সামাজিক বিয়ে। ২০২৪ সালেই নভেম্বর মাসে বাবা, মা হন শ্রীময়ী, কাঞ্চন। ভূমিষ্ট হয়েছে তাঁদের মেয়ে কৃষভি। অন্যদিকে বর্তমানে পিঙ্কি তাঁর এবং কাঞ্চনের বারো বছরের ছেলে ওশকে নিয়ে থাকেন। মাঝে মধ্যেই দুজনের মিষ্টি মধুর মুহূর্তের ছবি ভাগ করে নেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *