‘জার্নি টু হোম’। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে পাড়ি দিয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের কাছে অবতরণ করবে তাঁদের রকেট। তাঁদের ফেরার অপেক্ষা করছে গোটা বিশ্ব। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে আমন্ত্রণ জানালেন ভারতে আসার।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর লেখা চিঠি শেয়ার করেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী সুনীতা উইলিয়ামসকে জানিয়েছেন, ‘তুমি যত বহু মাইল দূরে থাকো, আমাদের হৃদয়ের খুব কাছেই থাকবে।’ সেই সঙ্গেই লিখলেন, ‘এদেশের অন্যতম বর্ণময় কন্যাকে আমন্ত্রণ জানাতে পারলে তা এদেশের জন্য গৌরবের হবে। ১৪০ ভারতীয় সর্বদা তোমার কৃতিত্বে গর্বিত। সাম্প্রতিক ঘটনাবলি আবারও তোমার অনুপ্রেরণামূলক দৃঢ়তা এবং অধ্যবসার প্রতিফলন ঘটিয়েছে।’প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সুনীতার সঙ্গে সাক্ষাতের কথা তাঁর এখনও মনে পড়ে।
নাসার সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা ১১ নাগাদ (ভারতীয় সময় রাত ২ টো ৪১) পৃথিবীর কক্ষপথে ঢুকে আবর্তন শুরু করার কথা আছে সুনীতাদের রকেটের। এরপর রাত প্রায় ৯.৫৭ (ভারতীয় সময় রাত ৩.২৭) ফ্লোরিডার উপকূলে জলভাগে ধীরে ধীরে নামবে ফ্যালকন নাইন ক্যাপসুল। সব ঠিক থাকলে সময় ধরে সফলভাবেই রকেট থেকে বেরিয়ে ভূপৃষ্ঠে পা রাখবেন দুই নভোচর। তাঁদের নিয়ে উৎসবে মাততে তৈরি সহকর্মীরা।
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু তাঁদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সুনীতাদের ঘরে ফেরা আটকে যায়। তারপর থেকে বার বার তাঁদের ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বার বার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে। আট দিনের সফর ন’মাস দীর্ঘায়িত হয়েছে। অবশেষে মাস্কের সংস্থার মহাকাশযান তাঁদের নিয়ে পৃথিবীতে ফিরছে।সুনীতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা এবং বুচ।