বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিটি কে? কম বেশি অনেকেই জানেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, তিনিই হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। নারী দিবস উপলক্ষ্যে গুজরাটের নভসারিতে লাখপতি দিদি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ এই দিনে আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।’ শুনতে অবাক লাগলেও এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। তবে কী কারণে তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলেছেন, সেই ব্যাখ্যাও নিজেই করেছেন প্রধানমন্ত্রী।
এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যদি নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলি, তা শুনে হয়তো অনেকের কান খাড়া হয়ে যাবে। আমায় নিয়ে বিদ্রুপ শুরু হয়ে যাবে। ট্রোলের বন্যা বয়ে যাবে। তারপরেও আমি বারবার বলব যে আমি হলাম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।’ এরপরে নিজেকে এরকম ভাবার কারণ হিসেবে মোদী বলেন, ‘আমার জীবনের খাতায় কোটি-কোটি মা, বোন এবং কন্যার আশীর্বাদ রয়েছে। এই আশীর্বাদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই আমি বলি যে আমি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যখন আমি তাঁদের সঙ্গে দেখা করি, তখন আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয় যে উন্নত ভারতের সংকল্প অবশ্যই পূর্ণ হবে। আমাদের নারীশক্তি এই সংকল্প অর্জনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।’ প্রধানমন্ত্রী সমস্ত ক্ষেত্রে নারীদের ভূমিকা উল্লেখ করতে গিয়ে জানান, সামাজিক স্তরে, সরকারি স্তরে এবং বড় বড় প্রতিষ্ঠানে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজনীতি হোক বা খেলাধুলা, বিচারবিভাগ হোক বা পুলিশ, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন।
এরপরে মহাত্মা গান্ধীর একটি উক্তির প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, ‘গান্ধীজি বলতেন যে দেশের আত্মা গ্রামীণ ভারতে বাস করে। আজ আমি এর সঙ্গে আরও একটি লাইন যোগ করছি যে গ্রামীণ ভারতের আত্মা গ্রামীণ নারীর ক্ষমতায়নের মধ্যে নিহিত। এই কারণেই আমাদের সরকার নারীর অধিকার এবং নারীদের জন্য নতুন সুযোগ-সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।’
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে মোদী আরও জানান, জল জীবন মিশনও সারা বিশ্বে ভারত ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই মিশনের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামে জল পৌঁছে যাচ্ছে। এছাড়া, কেন্দ্রের তরফে কয়েক কোটি মহিলার জন্য শৌচাগার তৈরি করে তাঁদের সম্মান বাড়ানো হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এর পাশপাশি ব্যাঙ্কিং ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন, তিন তালাক নিয়ে কেন্দ্রের পদক্ষেপের কথাও এদিন তুলে ধরেন মোদী।