Puja-Dance Bangla Dance। নেচে ডান্স বাংলা ডান্সে ঝড় তোলেন ব্যারাকপুরের পূজা

Spread the love

ডান্স বাংলা ডান্স শুরু হয়েছে দিনকয়েক আগেই। আর অডিশন রাউন্ডেই সকলের মন জিতে নিয়েছেন ব্যারাকপুরের মেয়ে পূজা হালদার। ফুটফুটে মেয়েটি শুনতে বা বলতে পারে না শুনে, রীতিমতো ভাষা হারান বিচারকরা। চোখে জল চলে আসে শুভশ্রী, কৌশানিদের। বিশ্বাস করতে পারছিলেন না মহাগুরুর আসনে থাকা মিঠুন চক্রবর্তীও(Mithun Chakraborty)।

তবে পূজা একটি পোস্ট শেয়ার করে নেন ডান্স বাংলা অডিশন রাউন্ডে নির্বাচিত হওয়ার পরে। সেখানে তিনি ছবি শেয়ার করেন তাঁর নাচের স্যারের সঙ্গে। নাচের প্রশিক্ষক ময়ূখ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘এই মানুষটির জন্যই আমি আজ এখানে…’।

সঙ্গে নিজের কথায় তিনি আরও জুড়ে দেন, ‘স্বপ্নরা সত্যি হয়। ছোটবেলায় দেখা স্বপ্ন থেকে সেটিকে বাস্তবে পরিণত করা। এই সফর আসলেই অসাধারণ। থ্যাঙ্ক ইউ স্যার আমার উপর বিশ্বাস রাখার জন্য। বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে নির্বাচিত হওয়া সম্ভব হত না, আপনার গাইডেন্স ছাড়া। এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ সম্ভব নয়।’

ডান্স বাংলা ডান্সে এসে মেয়ে পূজার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন মা। জানা যায়, মূক-বধির বলে জন্মের পর তাঁর বাবা অস্বীকার করেন মেয়েরে। পূজা ও তাঁর মাকে ছেড়ে চলে যান তিনি। লড়াই করে পূজাকে একা হাতে মানুষ করেছেন তাঁর মা। তবে এত কষ্ট, এত সমস্যাতেও এক ফোঁটা কমে যায়নি ছোট্ট পূজার নাচের প্রতি ভালোবাসা।

ডান্স বাংলা ডান্সের বর্তমান সিজনে মহাগুরু মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রথম ফুলও পান পূজাই। তাঁর নাচ দেখে মুগ্ধ মিঠুন তাঁর সেই আইকনির ডায়লগও বলেন, ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’ বলেছেন।

বিচারক যিশু সেনগুপ্তর প্রশ্নে, পূজার মা জানান যে, তাঁর মেয়ে হালকা বিট অনুভব করতে পারে ছোট থেকেই। সেই বিট অনুভব করেই ও নাচে।

ডান্স বাংলা ডান্স ২০২৫সম্পর্কে:

সারেগামাপা-র সফর শেষ হতেই, শুরু হয়েছে ডান্স বাংলা ডান্স। এবারেও মহাগুরুর আসনে বসেছেন মিঠুন চক্রবর্তী। বিচারক হিসেবে টলিউডের চার তারকা। যিশু সেনগুপ্ত, কৌশানি, অঙ্কুশ ও শুভশ্রী। ৮ মার্চ থেকে শুরু হওয়ায় রিয়েলিটি শো দর্শক দেখতে পারছেন শুক্র ও শনিবার রাত ৯টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *