ভুয়ো নথি, স্ট্যাম্প, এমনকী লোগো ব্যবহার করে প্রযোজকের থেকে টাকা তুলেছেন তিনি! এমনই অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় FIR দায়ের হয়েছে পরিচালক রাজর্ষি দের বিরুদ্ধে। এবার অভিযোগ প্রাক্তন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের(Nusrat Jahan) সই জাল করেও নাকি টাকা তুলেছেন রাজর্ষি দে। আর তাঁর বিরুদ্ধে এই অভিযোগগুলি এনেছেন প্রযোজক অরিন্দম ঘোষ ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
সংবাদ প্রতিদিন-এর প্রতিবেদন অনুসারে অরিন্দম ঘোষ জানিয়েছেন, গোলযোগ শুরু হয়েছিল ‘ও মন ভ্রমণ’ নামে ছবির প্রযোজনার সময়। ছবিটির যৌথ প্রযোজক ছিলেন নুসরত জাহান। তবে পরিচালক রাজর্ষি দে ঠিকমতো হিসেব না দিতে পারায় তিনি ও প্রিয়াঙ্কা বিনিয়োগ বন্ধ করে দেন। এরপর ছবির কলাকুশলীরা পারিশ্রমিক চাইছিলেন। তাই পরিচালক তাঁদের ফোন করে টাকা মিটিয়ে দিতে বলেন। তবে হিসেবে গোলযোগ থাকায় রাজর্ষির অনুরোধ তাঁরা রাখেননি বলেই জানান অরিন্দম ঘোষ। শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার পর নুসরত শ্যুটিং শুরুর উদ্যোগ নেন। তিনি তখন অরিন্দম ও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন।
নুসরত প্রযোজক অরিন্দম ও প্রিয়াঙ্কাকে জানান, তিনি ছবির জন্য ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অভিযোগ, অথচ ছবির জন্য চুক্তিপত্রে দেখানো হয়েছে ১৫ লক্ষ টাকা। যেখানে কিনা নুসরতের সইও রয়েছে। তবে নুসরত তা দেখে বলেন সেটা তাঁর নকল সই। অর্থাৎ পরিচালক রাজর্ষি দে নুসরতের সই জাল করেছেন বলে অভিযোগ। যদিও আবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বাকীর করেছেন রাজর্ষি দে।
পরিচালকের দাবি, তিনি বা তাঁর প্রযোজনা সংস্থার কেউ সই জাল করেননি। তাঁর কাছে যে চুক্তিপত্র রয়েছে তাতে ১০ লক্ষ টাকার কথাই লেখা রয়েছে। যার মধ্যে ১ লক্ষ বাদে বাকি ৯ লক্ষ টাকা নুসরতকে দেওয়া হয়েছে। ১৫ লক্ষ টাকার বিষয়টি সম্পূর্ণ ভুল। এমনকি ইম্পা, ফেডারেশনের কাছেও সমস্ত নথি তিনি জমা দিয়েছেন বলেও জানান।
রাজর্ষি দে-র সাফ কথা, আজ পর্যন্ত কেউই কখনও তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনেনি। ছবি তৈরির সময় বাড়ির গয়না বিক্রি করেও টাকা মিটিয়েছেন এমনটাও ঘটেছে। তাঁর পাল্টা অভিযোগ, প্রযোজকের দেওয়া ৭৩ লক্ষ টাকার চেক বাউন্স করেছে দু’বার। আর তাই সিনেমার শ্যুটিং আটকে। যার ফলে মিটিং ডাকা হয়েছিল। তবে সেখানে তিনি যেতে পারেননি। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ আসা শুরু বলে জানিয়েছেন রাজর্ষি দে।