সুপারস্টার ক্রিকেটার হলেও রাহুল দ্রাবিড়(Rahul Dravid) বরাবরের মাটির মানুষ। সহজে রেগে যেতে দেখা যায় না টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচকে। তবে আর পাঁচজন সাধারণ মানুষের মতো দ্রাবিড়ও যে রাস্তার মাঝে ঝগড়ায় জড়াতে পারেন, সেটা বোঝা গেল এবার।
বেঙ্গালুরুর রাস্তায় একটি মালবাহী অটোর সঙ্গে ধাক্কা লাগে দ্রাবিড়ের গাড়ির। তাতেই রেগে যান রাহুল। তিনি গাড়ি থেকে নেমে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন সংশ্লিষ্ট অটো ড্রাইভারের সঙ্গে। যা দেখে নেটিজেনদের মনে উদয় হয় জনপ্রিয় বিজ্ঞাপনী ভিডিয়োয় উল্লেখ করা ইন্দিরানগরের গুণ্ডার স্মৃতি।
যদিও এক্ষেত্রে রাহুলকে কোনওভাবেই আগ্রাসী দেখায়নি এবং তিনি তুমুল বচসাতেও জড়িয়ে পড়েননি। বিষয়টি নিছক কথাকাটাকাটির পর্যায়েই সীমাবদ্ধ থাকে এবং শেষে তেমন কোনও অভিযোগ ছাড়াই দ্রাবিড় সেখান থেকে চলে যান। তবে যাওয়ার আগে রাহুল সংশ্লিষ্ট অটো ড্রাইভারের কন্টাক্ট নম্বর ও গাড়ির নম্বর নিয়ে যান বলে খবর। এই বিষয়ে দ্রাবিড়ের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও কোনও খবর নেই।
সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায় রাহুল নিজের গাড়ি থেকে নেমে অটো ড্রাইভারের সঙ্গে একটু রাগের সঙ্গেই কথা বলছেন। সংশ্লিষ্ট অটো ড্রাইভারও দ্রাবিড়কে কিছু বোঝানোর চেষ্টা করছেন। সম্ভবত তিনি এটাই বোঝাতে চাইছিলেন যে, দোষ তাঁর নয়। তাঁদের কথাবার্তা চলছিল কন্নড় ভাষায়।
আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনা ঘটে বেঙ্গালুরুর অন্যতম ব্যস্ত জায়গা কানিংহাম রোডে। ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সন্ধ্য়া ৬টা ৩০ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা। মালবাহী গাড়িটি হঠাৎ ব্রেক কষলে দ্রাবিড়ের গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে বলে খবর। যদিও এক্ষেত্রে কোনও গাড়িরই তেমন বড়সড় কোনও ক্ষতি হয়নি। এটাও স্পষ্ট নয় যে, দ্রাবিড় নিজে গাড়ি চালাচ্ছিলেন কিনা।
দ্রাবিড়ের এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে ফিরে আসে ইন্দিরানগরের গুণ্ডার স্মৃতি। আসলে জনপ্রিয় এক বিজ্ঞাপনী ভিডিয়োয় দ্রাবিড়কে ট্র্যাফিকের মাঝে এভাবেই মাথাগরম করতে দেখা যায়। বিজ্ঞাপনে দ্রাবিড় নিজেকে ইন্দিরানগরের গণ্ডা হিসেবে পরিচয় দেন।
উল্লেখ্য, গত বছর ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতার পরেই টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেন রাহুল দ্রাবিড়। পরে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব নেন। আসন্ন আইপিএল মরশুমে দ্রাবিড়কে রয়্যালসের ডাগআউটে দেখা যাবে।