চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে অন্নপূর্ণা পুজো করা হয়ে থাকে। আজ শনিবার, ইংরেজি মতে ৫ এপ্রিল তথা বাংলা মতে ২২ চৈত্র পড়েছে অন্নপূর্ণা পুজো। এবার অন্নুপূর্ণা পুজোর আয়োজিত হয়েছে রাজ-শুভশ্রীর বাড়িতেও। সেই পুজোর মুহূর্তও উঠে এসেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্য়ান পেজে।
দেখা যাচ্ছে, রাজ-শুভশ্রী আরবানার ফ্ল্যাটের ড্রয়িংয়ে রাখা হয়েছে দেবী অন্নপূর্ণার সিংহাসন। হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে দেবীমূর্তি ও সিংহাসন। সামনে রাখা হয়েছে ফল-ফুলের একাধিক ডালি। পুরোহিত মশাই পুজো করছিলেন। আর ঠিক পিছনে হাতজোড় করে, পা মুড়ে বসে রয়েছেন শুভশ্রী। পরনে তাঁর লাল রঙের ঢাকাই জামদানি শাড়ি, গলায় ও হাতে সোনার গয়না, মাথায় ঘোমটা দিয়ে বসে রয়েছেন রাজ ঘরণী। ঢাকিরা এসে ঢাক বাজাচ্ছেন, কাঁসর ঘণ্টা সহকারে পুজো চলছে। আর পিছনে সোফায় রাজের মা লীলা চক্রবর্তী এবং আরও এক বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখা গেল। পিছনে চেয়ারে বসে ছিলেন রাজের দুই বোন, অর্থাৎ শুভশ্রীর দুই ননদ। পরিবারের আরও বেশকয়েকজনকেও সেখানে দেখা গেল।
মাঝে সাদা টিশার্ট ও খাঁকি রঙের হাফ প্যান্ট পরে ইউভানকেও মায়ের কোলে এসে বসতে দেখা গেল। ছেলেকে চুপি চুপি কিছু একটা বলতে দেখা গেল শুভশ্রীকে। রাজও ছিলেন অপরপ্রান্তে। আকাশি রঙের পাঞ্জাবি সেই মুহূর্তগুলি লেন্সবন্দি করতে দেখা গেল তাঁকে। রাজ-শুভশ্রী বাড়ির পুজো আমন্ত্রিত ছিলেন আরও অনেকেই, তবে দেখা গেল না শুধু ছোট্ট ‘রাজকন্যা’ ইয়ালিনিকে।
প্রসঙ্গত, রাজ-শুভশ্রীর বাড়িতে প্রায়দিনই নানান উৎসবপার্বণ পালিত হতে দেখা যায়। এর আগে এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল তিনি এবং রাজ দুজনেই ভীষণ আধ্যাত্মিক, পুজো অর্চনায় বিশ্বাস করেন। এমনকি ইয়ালিনির ১ বছরের জন্মদিনেও তাঁদের বাড়িতে নাম-সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের ‘পুষ্প অভিষেক’-এর আয়োজন করা হয়েছিল। সেই মুহূর্তগুলিও উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়।
আর এবার বাড়িতে অন্নপূর্ণা পুজোর আযোজন করলেন এই তারকা দম্পতি। এদিকে কাজের ক্ষেত্রে শুভশ্রীকে খুব শীঘ্রই ‘লহ গৌরাঙ্গে নাম রে’ ছবিতে দেখা যাবে। ইতিমধ্যেই সেজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন অভিনেত্রী। চরিত্রটি ফুটিয়ে তুলতে রাত জেগে বই পড়তেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও আরও বেশকিছু প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে।