Ranveer Allahabadia। বিতর্কের রেশ কমতেই ইনস্টাগ্রামে ফিরলেন রণবীর

Spread the love

একমাস আগে আচমকা একটি পোস্ট ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ নামক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন রণবীর আল্লাহবাদিয়া। অনুষ্ঠানে প্রতিযোগীর সঙ্গে কথা বলতে গিয়ে আচমকাই তিনি করে বসেন একটি আপত্তিকর মন্তব্য। বিতর্কের একমাস পর প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রণবীর।

সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী জগতের মানুষ সকলেই এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন। পুলিশি তদন্ত থেকে কোর্ট, অনেক দূর গড়ায় জল। অবশেষে লিখিত ক্ষমা চেয়ে এই সমস্যা থেকে কিছুটা নিষ্পত্তি পান রণবীর।

প্রথমে রণবীরকে কাজের অনুমতি না দিলেও পরে যখন তিনি কোর্টকে বলেন, ‘তিনি আর কোনওদিন এই ভুল করবেন না, কোনওদিন কোনও মেয়েকে অপমান করবেন না।’ তখন তাঁকে কাজে ফেরার অনুমতি দেন কোর্ট।

কিন্তু এই এক মাস ধরে কী করলেন রণবীর? কেমনভাবে কাটালেন নিজের জীবন? গত এক মাসের বেশি সময় ধরে রণবীরের জীবনে ঠিক কি কি ঘটেছে তার কিছুটা অংশ তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

যে ছবিগুলি রণবীর পোস্ট করেছেন তার মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ছবি তুলছেন তিনি। দ্বিতীয় ছবিতে ঘরে সোফায় বসে ল্যাপটপ চালাতে দেখা যায় তাঁকে। তিন নম্বর ছবিতে পরিবারের বয়োজ্যেষ্ঠের সঙ্গে এবং চতুর্থ ছবিতে বাড়ির পোষ্যকে নিয়ে ছবি তুলতে দেখা যায় তাঁকে।

ছবিগুলি পোস্ট করে রণবীর লেখেন, ‘থ্যাঙ্ক ইউ ইউনিভার্স। আমার নতুন অধ্যায় শুরু হল। পুনর্জন্ম।’ শুধু নিজের প্রোফাইল থেকে নয়, বিয়ারবাইসেপসের ইনস্টাগ্রাম পেজে এই ছবিগুলি পুনরায় পোস্ট করে তিনি লেখেন, ‘আপনাদের সকলের জন্য আমি আজ আবার এই জায়গায় দাঁড়িয়েছি। আগামীকালও আমার সঙ্গে থাকবেন। প্রত্যেক সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। এই ঝড়ের মধ্যেও যারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাদের সকলকে ধন্যবাদ।’

প্রসঙ্গত, X হ্যান্ডেলে রণবীরের ফলোয়ার ৬ লক্ষেরও বেশি। ইউটিউব চ্যানেলে ১০.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাঁর, ইনস্টাগ্রামে রয়েছে ৪.৫ মিলিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *