Rathyatra: ইসকন মন্দিরে এসে রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

আজ রথযাত্রা। তার উপর রবিবার পড়ে যাওয়ায় ছুটির দিন। সঙ্গে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে শহর থেকে গ্রামবাংলায়। এই আবহেই হয়ে গেল উৎসবের সূচনা। কলকাতা শহরের ইসকন(Iskcon) মন্দির থেকে রথযাত্রার উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । দুপুর ২টো নাগাদ ইসকন মন্দির থেকে শুরু হয় এই বছরের রথযাত্রা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন মন্ত্রী থেকে বিধায়ক, অভিনেতা থেকে অভিনেত্রীরা। রথের দিন প্রত্যেকবারই মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) নানা কর্মসূচি থাকে। যার মধ্যে অন্যতম কলকাতার ইসকন মন্দিরে রথের রশিতে টান দেওয়া। এই বছর বিকেলে রথযাত্রার আনুষ্ঠানিক সময় বিকেল ৪টে। তখন পুরীতে জগন্নাথদেব রথে রওনা হবেন মাসির বাড়ির উদ্দেশে। তখনই দেশের সমস্ত রথযাত্রা শুরু হবে। তবে মুখ্যমন্ত্রী এদিন দুপুরেই বৃষ্টি মাথায় করে পৌঁছে যান ইসকনের মন্দিরে।

এই নিয়ে বিরোধীরা বিতর্ক তৈরি করেছে। কেন সময়ের আগে বাংলার মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) রথের রশিতে টান দিলেন?‌ কেন উদ্বোধন করলেন?‌ নানা প্রশ্ন। পুরোহিতদের একাংশ অবশ্য বলছেন, তিথি পড়ে গিয়েছে। সুতরাং এই কাজে অসুবিধা নেই। বিতর্ক তো নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গী ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মা লতাদেবী। ইসকনের সন্ন্যাসী, পূজারিদের সঙ্গে কথা বলে পুজো দেন তিনি। ফুল–মালা–প্রদীপে থালা সাজিয়ে আরতিও করলেন। নিরাপত্তারক্ষীরা মুখ্যমন্ত্রীর মাথায় ছাতা ধরে তাঁকে মন্দির পর্যন্ত পৌঁছে দেন। রথের রশিতে টান দিয়ে উদ্বোধন করেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আগামী বছর থেকে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা উদ্বোধন হয়ে যাবে। তাই ২০২৫ সালে দিঘায় রথযাত্রা হবে। কিছু কাজ বাকি আছে। পুরো মন্দির তৈরি হয়ে গেলে দিঘায় রথযাত্রা পালন করা হবে।’

‌এছাড়া আজ মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) ইসকন মন্দিরে যাওয়ার আগে সেখানে গিয়ে পুজো দেন টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনিও আরতি করেন। উল্টো রথযাত্রা আগামী সোমবার, ১৫ জুলাই। সেদিন পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটট্রাম রোড থেকে দুপুর ১২টায় শুরু হবে ওই উৎসব। এদিন রথের জন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখা হয়েছে। একদিকে রথযাত্রা অপরদিকে রবিবার হওয়ায় প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

এদিন লাল–সাদা শাড়ি ছিল মুখ্যমন্ত্রীর পরনে। এখানে এসে মুখ্যমন্ত্রী মন্দির চত্বরে ঘুরে ঘুরে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন ইসকনের পূজারিরা। রথের রশিতে টান দিয়ে যাত্রার শুভ উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের সূচনার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি। আপনারা পুরীতে জগন্নাথ দর্শন করে থাকেন। আগামী বছর আপনারা দিঘাতে রথযাত্রা দেখতে পাবেন। দুর্গাপুজোর পর উদ্বোধন। মন্দির না উদ্বোধন করে রথ উৎসব করা যায় না। তাই আগামী বছরের জন্য সবা স্বস্তি দিক, শক্তি দিক ভক্তি দিক। জয় জগন্নাথ। সবাই সুস্থ থাকুন শুভ রথযাত্রাইকে আমন্ত্রণ রইল। আজকের দিনটা অত্যন্ত শুভ আপনাদের সকলকে শুভনন্দন জানাই। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক তিনি জগৎপিতা।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *