Raveena Tandon। মহাকুম্ভে তোলা ক্যাটরিনার স্নানের ভিডিয়ো ভাইরাল

Spread the love

গত ২৬ ফেব্রুয়ারি সমাপ্ত হয়েছে মহাকুম্ভ উৎসব। দীর্ঘ দেড় মাস ধরে চলা মহাকুম্ভে জমায়েত হয়েছিলেন প্রায় ৬৫ কোটির বেশি মানুষ। যদিও মহাকুম্ভ ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কথাও শোনা গিয়েছিল, যার মধ্যে অন্যতম হল সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া কুম্ভের জলে মহিলাদের স্নানের ভিডিয়ো। তেমনই একটি অভিজ্ঞতার শিকার হলেন স্বয়ং ক্যাটরিনা কাইফও।

মহাকুম্ভের শেষ লগ্নে প্রয়াগরাজ পৌছেছিলেন ক্যাটরিনা কাইফ(Katrina Kaif)। ওই একই সময় সেখানে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডনও। প্রয়াগরাজে থাকাকালীন দুই অভিনেত্রীর দেখাও হয়েছিল। তবে সঙ্গমে স্নান করার সময় ক্যাটরিনাকে যেভাবে স্বল্পবাস পরিহিত ব্যক্তিরা ঘিরে ধরেছিলেন, তাতে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন রবিনা।

এবার ক্যাটরিনাকে ঘিরে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল দুই তরুণকে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দুই তরুণ কুম্ভের জলে স্নান করার সময় ভিডিয়ো করছেন। তবে এ যে সে ভিডিয়ো নয়, ভিডিয়ো চলাকালীন সেখানে স্নান করতে দেখা যায় ক্যাটরিনাকে।

উন্মুক্ত শরীরে নিজেদের ফ্রেমবন্দি করতে করতে ওই দুই তরুণকে বলতে শোনা যায়, এই যে আমি, এই যে আমার ভাই, আর এই হলেন ক্যাটরিনা কাইফ। দুই তরুনের পোস্ট করা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেগে ফেটে পড়েন ক্যাটরিনার অনুরাগীরা। কটাক্ষের সুর শোনা যায় রবিনা ট্যান্ডনের গলায়।ক্যাটরিনার ভিডিয়ো ভাইরাল হতেই রবিনা মন্তব্য করেন, ‘এটি ভীষণ দুঃখজনক এবং বিরক্তিকর। এটি সত্যি ঘৃন্য অপরাধ। এই ধরনের মানুষ অন্যের শান্তি ভঙ্গ করে। এটি আধ্যাত্মিক পরিবেশ নষ্ট করার জন্য এমন মানুষ যথেষ্ট।’

প্রসঙ্গত, শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন ক্যাটরিনা। পরমার্থ নিকেতনে আধ্যাত্মিক আলোচনার পর সন্ধ্যায় গঙ্গারতি দেখেন অভিনেত্রী। সবকিছুই ঠিক ছিল কিন্তু পুণ্যস্নান করতে গিয়েই ঘটে বিপত্তি। ক্যাটরিনা অমৃত স্নান করতে গেলেই তাঁকে ঘিরে ধরেন বহু পুরুষ, যদিও ভিড়ের তোয়াক্কা না করে একমনে পুণ্যস্নান সারেন ভিকি ঘরণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *