২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত ছন্দে অভিযান শুরু করেছে। তারা পরপর ২টি ম্যাচ জিতে এবারের আইপিএলে স্বপ্নের সূচনা করেছেন বিরাট কোহলিরা। এই মরশুমের উদ্বোধনী ম্যাচে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সাত উইকেট জয় দিয়ে শুরু করেছিল। এর পর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারা ৫০ রানে দুরন্ত জয় ছিনিয়ে নেয়। এই দুই ম্যাচে জয়ের হাত ধরে আরসিবি বর্তমানে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে।
আরসিবি-কে ‘গরীব’ বলে কটাক্ষ বীরুর
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুরন্ত পারফরম্যান্সের পরেও তাদের ‘গরীব’ বলে কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি খোলাখুলি ভাবে আরসিবি-কে নিয়ে উপহাস করেছেন। সেহওয়াগ মন্তব্য করেছেন যে, আরসিবি-র মতো দল, যারা কখনও আইপিএল শিরোপা জিততে পারেনি, তাদেরও টেবলের শীর্ষে থাকাটা উপভোগ করার সুযোগ পাওয়া উচিত।
সেহওয়াগ ক্রিকবাজে একটি আলোচনার সময়ে বলেছিলেন, ‘গরীবদেরও আইপিএল পয়েন্ট টেবলের শীর্ষে থাকতে দে, ছবি নিয়ে নিক কিছু। জানা নেই কত দিন গরীব লোকেরা শীর্ষে থাকবে।’
এর সঙ্গেই সেহওয়াগ যোগ করেছেন, ‘আপনারা কি মনে করেন, আমি অর্থের কথা বলছিলাম? না। ওরা সবাই অর্থের দিক থেকে ধনী। ফ্র্যাঞ্চাইজিরা প্রতি মরশুমে ৪০০-৫০০ কোটি আয় করে। আমি সেই সম্পর্কে কথা বলছি না। যারা একটি ট্রফিও জিততে পারেনি, আমি তাদের গরীব বলছি।’ প্রসঙ্গত, আরসিবি ছাড়াও পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টেসের মতো দলগুলি এখনও আইপিএলের শিরোপা জিততে পারেনি। লখনউ তো তাও বছর তিনেক হল আইপিএল খেলছে। বেঙ্গালুরু এবং পঞ্জাব তো ২০০৮ সাল থেকে আইপিএল খেলেও ট্রফি জিততে পারেনি।
গুজরাটের বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে বেঙ্গালুরু
বুধবার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মরশুমে এটাই আরসিবি-র ঘরের মাঠে প্রথম ম্যাচ। আরসিবি পরপর দুই ম্যাচ জিতে ২০২৫ আইপিএল অভিযান শুরু করলেও, গুজরাট টাইটান্সের শুরুটা কিন্তু বেশ নড়বড়ে হয়েছিল। পঞ্জাব কিংসের কাছে তাদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল গুজরাটের দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৬ রানে জয় দিয়ে লিগে প্রত্যাবর্তন করে। এই জয়ের ধারা তারাও ধরে রাখতে চাইবে।
এই দুই দল টুর্নামেন্টে মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে। আরসিবি তিনটি ম্যাচ জিতেছে, আর জিটি জিতেছে দু’টি ম্যাচ। সুতরাং পরিসংখ্যানে কিন্তু এগিয়ে বেঙ্গালুরুর দলই।