Ritabhari engagment। তথাগত অতীত! সুমিতকেই করবেন বিয়ে

Spread the love

গত বছরই সুমিত আরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন ঋতাভরী। এবার করলেন বাগদানের ঘোষণা। সোমবার জানালেন, হয়ে গিয়েছে এনগেজমেন্ট। সুমিতের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করে লিখলন, ‘এবং আমরা একে অপরকে সারা জীবন বিরক্ত করার এবং ভালবেসে যাওয়ার পরিকল্পনায় হ্যাঁ বললাম। আমি ও আমার মিস্টার রাইট।’

বলিউডের চিত্রনাট্যকার তথা লেখক সুমিত আরোরার সঙ্গে প্রায় বছরখানেকের প্রেম ঋতাভরীর। কখনো সুমিত ভালোবাসার টানে ছুটে আসেন কলকাতা, আবার ঋতাভরী চলে যান মুম্বই। কদিন আগেই বিয়ে নিয়ে জানতে চাইলে, বেশ রহস্য কর ঋতাভরী এক সংবাদমাধ্যমকে জনিয়েছিলেন, ‘আমাদের কয়েকবার ব্রেক-আপ হলেও ফের প্যাচ-আপ হয়েছে। তাই সম্পর্কটা এ বারে বিয়ের দিকে যাবে নাকি আরও একটা ব্রেক-আপ অপেক্ষা করছে, সেটা বলা মুশকিল। নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হলে তা অবশ্যই জানাতাম।’

প্রসঙ্গত, বছরখানেক আগে মনের ডাক্তার তথাগতর সঙ্গে ঋতাভরী বিয়ের ঘোষণা করেছিলেন। তবে সেটি ভেঙে যায়। এরপর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তথাগতর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে, প্রেম হয়েছিল তাঁর আর সুমিতের। একে-অপরকে চেনেন প্রায় ৮ বছর ধরে। ‘পরী’ ছবির সেটে তাঁদের আলাপ হয়েছিল। তবে মাঝে হয় ব্রেকআপ। এরপর সেই সময়টায় জীবনে এসেছিলেন তথাগত।

বলিউডের একাধিক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত। শাহরুখ খানের সেই ব্লকবাস্টার ‘জওয়ান’ থেকে শুরু করে, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক তিনি। প্রসঙ্গত ‘জওয়ান’ ছবির একটি অংশের সংলাপ লিখেছিলেন ঋতাভরী নিজেও। সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। শাহরুখ খান যে তাঁর প্রশংসা করেছেন, সেই কথাও জানিয়েছিলেন তিনি নিজেই।

আপাতত শুভেচ্ছার বন্যা ঋতাভরীর বাগদানের ঘোষণা করা সেই পোস্টে। যদিও কারও আবার মন খারাপও বটে। আসলে তিনি যে বং ক্রাশ। যখনই নায়িকার ভালোবাসা সামনে এসেছে, অভিমানে গাল ফুলিয়েছে কেউ কেউ।

এক নেটিজেন লিখলেন, ‘অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো দুজনে।’ আরেকজনের মন্তব্য, ‘যাহ, বিয়েটা হয়েই যাবে। যাক গে, ভালো থেকো। হাসিখুশি থেকো।’ তৃতীয় জনের মন্তব্য, ‘কী কিউট এই ছবিগুলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *