Rohit On Retirement। কবে অবসর নেবেন রোহিত?

Spread the love

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জিতেই ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার কথা জানিয়ে দেন রোহিত শর্মা(Rohit Sharma)। আশঙ্কা করা হচ্ছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের(Final) শেষেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন হিটম্যান। তবে প্রাথমিকভাবে সেই সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। রোহিত ফাইনালের শেষে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানান যে এখনই ওয়ান ডে ফর্ম্যাট থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি।

তার পরেই অবশ্য নতুন জল্পনা শুরু হয়ে যায়। রোহিত শর্মা ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপেও মাঠে নামবেন, এমন চর্চা শুরু হয়ে যায় ভারতীয় ক্রিকেটমহলে। শেষমেশ এই বিষয়েও ছবিটা স্পষ্ট করে দেন রোহিত। ট্রফি নিয়ে ফটো সেশনের পরে ব্রডকাস্টারদের সাক্ষাৎকারে রোহিত খোলামেলাভাবে জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। কবে অবসর নেবেন, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলবেন কিনা, সেই সব প্রশ্নের স্পষ্ট ভাষায় উত্তর দেন ভারত অধিনায়ক।

রোহিত শর্মা(Rohit Sharma) বলেন, ‘(২০২৭ বিশ্বকাপ নিয়ে) এত আগে থেকে ভাবা ঠিক হবে না। এই মুহূর্তে বিবেচ্য বিষয় হল, আমি কতটা ভালো খেলতে পারছি। আমার মাইন্ডসেট কেমন রয়েছে। তবে সব সম্ভাবনা খোলা রয়েছে। এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে, হ্যাঁ আমি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলব বা ২০২৭ বিশ্বকাপ খেলতে চাই না। এখন এই সব কথা বলে কোনও লাভ নেই। বাস্তবসম্মতভাবে যদি আমি বলি, আমি বরাবর নিজের কেরিয়ারের অদূর ভবিষ্যৎ নিয়ে ভাবি। এর ঠিক পরেই কী হবে, সেটাই প্রাধান্য পায় আমার কাছে। এত দূরের কথা ভাবা কখনই সম্ভব নয় এবং অনেক দূরের বিষয় নিয়ে কখনও ভাবিওনি।’

রোহিত পরক্ষণেই বলেন, ‘এই মুহূর্তে যেভাবে খেলছি, নিজের খেলায় আমি খুশি। আমি দলের সঙ্গ উপভোগ করছি। আশা করি সতীর্থরাও আমার সান্নিধ্য উপভোগ করে। সব যখন ঠিকঠাক রয়েছে, তাহলে কেন খেলা চালিয়ে যাব না! কতদিন আমি খেলা উপভোগ করব এবং কতদিন দল চাইবে আমি খেলি, সেটাই হলো আসল কথা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *