Rohit’s mother posts picture with Virat: পাশে ভাই- রোহিত ও বিরাটের GOAT ছবি দিলেন ক্যাপ্টেনের মা!

Spread the love

কাঁধে মেয়ে, পিঠে দেশ, পাশে ভাই- বিশ্বকাপ হাতে রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলির(Virat Kohli) ছবি শেয়ার করলেন ভারতীয় অধিনায়কের মা পূর্ণিমা শর্মা। যে পোস্টের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যখন দুই মহাতারকার গুটিকয়েক ফ্যানেরা নিজেদের মধ্যে ঝগড়ায় মত্ত থাকেন, তখন রোহিতের মা নিজের দুই ‘ছেলে’-র ‘GOAT’ (গ্রেটেস্ট অফ অল টাইম বা সর্বকালের সেরা) ছবি শেয়ার করেছেন। ওই পোস্টের সঙ্গে তিনি যে গান যুক্ত করেছেন, সেটাও নেটিজেনদের আবেগতাড়িত করে তুলেছেন। গানটা হল – ‘এ হ্যা প্যায়ার বরসো পুরানা হামারা। সালামত রাহে দোস্তানা হামারা। বানে চাহে দুশমন জামানা হামারা। সালামত রাহে দোস্তানা হামারা।’আর যে পোস্ট (ছবিটি সম্ভবত সোশ্যাল মিডিয়ায় কারও পোস্ট করা) দেখে চোখে জল এসে গিয়েছে নেটিজেনদের।

রোহিত এবং বিরাটের সেই GOAT ছবির ইতিবৃত্ত

বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে মাঠেই সেই ছবি তোলেন বিরাট এবং রোহিত। কীভাবে সেই ছবি তোলা হয়েছে, সেটাও জানিয়েছেন বিরাট(Virat Kohli)। তিনি বলেন, ‘ওর জন্য এই বিশ্বকাপটা অত্যন্ত স্পেশাল। ওর পরিবারও এখানে আছে। সামাইরা (রোহিতের মেয়ে) ওর কাঁধে ছিল। আমার শুধু মনে হচ্ছিল যে (দুজনের একসঙ্গে একটা ছবি তুলি)। ভিকট্রি ল্যাপের সময় ও পুরো সময়টা পিছনেই ছিল। আমি বললাম, তুইও কিছুক্ষণের জন্য ট্রফি ধরে নে। একসঙ্গে আমাদের একটা ছবি তোলা উচিত।’

‘রোহিত ক্যাপ্টেন নাকি আমি- সেটা কোনও ব্যাপারই নয়’

সেইসঙ্গে বিরাট বলেন, ‘এই যাত্রাপথটা দীর্ঘদিনের। আমি আর ও এতদিন বছর ধরে একসঙ্গে খেলছি। ভারত যাতে এরকম করতে পারে (বিশ্বকাপ জিততে পারে), সেটা নিশ্চিত করার জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছি। কে অধিনায়ক, কে নেতা, (এসব নিয়ে আমরা কোনওদিন মাথা ঘামাইনি)। আমরা শুধু একটাই লক্ষ্যে কাজ করেছি, সেটা হল ভারতীয় ক্রিকেট। ওই ছবিটা সত্যিই ভারতীয় ক্রিকেটের প্রতি আমাদের অধ্যাবসায়ের প্রতীক।’

রোহিতের মায়ের পোস্টে আবেগতাড়িত ফ্যানরা

এক নেটিজেন বলেন, ‘কোনওরকম নিরাপত্তাহীনতায় না ভুগে উনি রোহিতের সঙ্গে বিরাটের ছবি পোস্ট করেছেন। এটা থেকেই প্রমাণিত হয় যে ওঁদের পরিবারের সদস্য হয়ে উঠেছেন বিরাট।’ অপর একজন বলেন, ‘উনি যে পোস্টটা করেছেন এবং সেই পোস্টের সঙ্গে উনি যে গানটা বেছে নিয়েছেন, সেটা অসামান্য।’

একইসুরে এক নেটিজেন বলেন, ‘কাঁধে মেয়ে, পিঠে দেশ (পতাকা আছে), পাশে ভাই- কী অসামান্য লাইন।’ অপর একজন বলেন, ‘এই পোস্টটা কী ভালো! দুই GOAT।’ একজন আরও একধাপ এগিয়ে বলেছেন যে ‘ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে এটাই সেরা পোস্ট।’ অপর এক নেটিজেন বলেন, ‘ভাইয়ের পাশে ভাই……এই পোস্টটা পুরোপুরি আবেগতাড়িত করে দিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *