Saif Ali Khan: সইফের মেডিকেল রিপোর্টে পারিবারিক বন্ধুর নাম!

Spread the love

বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) বর্তমানে নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন। অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদ পুলিশ হেফাজতে। এদিকে, লীলাবতী হাসপাতাল থেকে সইফ আলি খানের মেডিকেল রিপোর্ট প্রকাশিত হয়েছে।

বিশেষজ্ঞের মতে, সইফ আলি খানের (Saif Ali Khan) মেডিকেল রিপোর্ট অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদের জন্য স্বস্তির উৎস হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় (BNS) অভিযোগ আনা যাবে না।

সাইফ আলি খান কোথায় আহত হয়েছেন?

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, সাইফ আলি খান (Saif Ali Khan) হামলায় ৫টি জায়গায় আহত হয়েছেন। তাদের পিঠে বাম দিকে ০.৫-১ সেমি। চোট লেগেছে। বাম কব্জিতে ৫ থেকে ১০ সেমি। চোট লেগেছিল। মেডিকেল রিপোর্টে, অভিনেতার ঘাড়ে ডান দিকে ১০-১৫ সেমি এবং সাইফের ডান কাঁধটি ৩-৫ সেমি আঘাত দেখানো হয়েছে। এ ছাড়া সাইফের কনুইতে ৫ সেন্টিমিটার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মেডিকেল রিপোর্টে পারিবারিক বন্ধুর নাম

হামলার রাতে সইফ আলি খানকে (Saif Ali Khan) তাঁর বন্ধু অফিসার জাইদি লীলাবতী হাসপাতালে নিয়ে যান। তিনি অভিনেতাকে সকাল ৪টা ১১ মিনিটে হাসপাতালে ভর্তি করেন। অফিসার জাইদি জানান, সইফকে আগেই ভর্তি করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। লীলাবতী হাসপাতাল থেকে সইফ আলি খানের মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হয়েছে, যেখানে পারিবারিক বন্ধুর কলামে অফিসার জাইদির নাম ও নম্বর লেখা আছে।

অভিযুক্তের বাবার সাফাই

সাইফ আলি খানকে (Saif Ali Khan) আক্রমণের অভিযোগে অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলামের বাবা বলেন, ‘আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। আমার মনে হয় আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন কারণ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ছিল। তিনি যেখানে কাজ করতেন সেখানে তাঁর নিয়োগকর্তা তাঁকে বেতন দিতেন এবং সম্মান করতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *