Salman Khan। ১.৭২ লাখ টাকার সিকান্দরের টিকিট কিনলেন সলমন ভক্ত

Spread the love

সলমন খানের(Salman Khan) সিনেমা মানেই আলাদা উত্তেজনা, প্রতিবছর ভক্তদের একটি করে সিনেমা উপহার দেন তিনি। দিওয়ালি বা ইদ, সাধারণত এই দুটি উৎসব উপলক্ষে মুক্তি পায় ভাইজানের সিনেমা। এই বছরেও তাঁর অন্যথা হয়নি। গতকাল ইদ উপলক্ষে মুক্তি পেয়েছে সিকন্দর। প্রথম দিন থেকেই বক্স অফিসে সফলতার সঙ্গে ব্যবসা করছে এই সিনেমাটি। লক্ষ লক্ষ মানুষ রবিবারের ছুটিতে ভিড় করেছিলেন সিনেমাহলে।

তবে ভাইজানের ভক্তদের মধ্যে এমন একজন ভক্ত রয়েছে যিনি শুধু নিজে সিনেমা দেখেছেন তা নয়, টিকিট কেটে আশেপাশের মানুষকেও সিনেমা দেখানোর পরিকল্পনা আছে তাঁর। তিনি হলেন রাজস্থানের ঝুমুরু শহরের কুলদীপ সিং। ইতিমধ্যেই তিনি কিনে ফেলেছেন ৮১৭ টিকিট।

জানা গেছে, কুলদীপ যে টিকিটগুলো কিনেছেন তা তিনি বিনামূল্যে বিতরণ করবেন সিনেমা দেখতে আসা ভাইজানের ভক্তদের মধ্যে। ৮১৭টি টিকিট তিনি কিনেছেন ১.৭২ লক্ষ টাকার বিনিময়ে। এই সমস্ত টিকিট তিনি গ্যালাক্সি মুভি থিয়েটারের বাইরে বিনামূল্যে বিতরণ করবেন বলে স্থির করেছেন।

তবে এই প্রথমবার নয়, এর আগেও তিনি করেছেন একই কাজ। l ২০২১ সালে ভাইজানের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কা জান’ এই সিনেমা দুটির ক্ষেত্রেও তিনি একই কাজ করেছিলেন। টিকিট কেটে বিনামূল্যে বিতরণ করেছিলেন তিনি। এমন একটা দুটো ভক্ত থাকলে, তারকাদের আর চিন্তাই থাকে না!

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে যাওয়ার খবর সামনে উঠে এসেছিল। খবরটি ছড়িয়ে পড়ার পরেই উদ্বেগ দেখা গিয়েছিল ভক্তদের মধ্যে। সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন যাতে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।

উল্লেখ্য, ৩০ মার্চ ইদ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক এ আর মুরুগাদোস। ভাইজানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন রশ্মিকা মান্দানা এবং কাজল আগরওয়াল। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন সত্যরাজ। প্রথম দিনেই বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *