SBI Reward Message Scam: মোবাইলে টুং করে আওয়াজ। এসবিআই থেকে একটি মেসেজ ঢুকল। ১০ হাজার রিওয়ার্ড পয়েন্ট দিয়েছে ব্যাঙ্ক। যার অর্থমূল্য ৯৯৮০ টাকা মতো। এসবিআই রিওয়ার্ড অ্যাপ ডাউনলোড করে লগইন করলেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বলে লেখা রয়েছে মেসেজে। লিঙ্কও দেওয়া রয়েছে অ্যাপটির। লিঙ্কটি ক্লিক করলেই ডাউনলোড হচ্ছে অ্যাপের এপিকে ফাইলটি। এরপরে সেটি ইনস্টল করলেই…১০ হাজার টাকা ব্যাঙ্কে আসা তো দূর, আপনার সব তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। তারপর ১০ হাজার ঢোকার বদলে যা আছে সব হাপিশ!
ইদানীংকালে এমনই ফাঁদ পেতেছে হ্যাকাররা। এসবিআইয়ের অনেক গ্রাহকই এই ধরনের মেসেজ পেয়েছেন। ফাঁদে পা-ও দিয়েছেন। তারপর ব্যাঙ্ক থেকে টাকা গায়েব। ঘটনা ঘটার পর টের পেয়েছেন আসল ফাঁদটা কী!
সতর্ক করা হয়েছে গ্রাহককে
এসবিআই-র তরফে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে গ্রাহকদের। জানানো হয়েছে ব্য়াঙ্কের তরফে এমন কোনও মেসেজ পাঠানো হয় না গ্রাহকদের। এমনকি অ্যাপ ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া হয় না। তাই এই ধরনের মেসেজ পেলেই যেন গ্রাহকরা সতর্ক হন। ফাঁদে পা না দেন।
প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক
সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফেও এই ঘটনায় ফ্যাক্ট চেক করা হয়। অর্থাৎ আসল ঘটনা কী তার তদন্ত করা হয়। তারপরেই বড়স্তরে খবরে আসে এই চক্রের কথা। সাইবার অপরাধীদের নয়া ফাঁদ এটি। একবার ফাঁদে পা দিলে ফোনের সব তথ্য চুরি হয়ে যেতে পারে বলে জানিয়েছে ব্যাঙ্ক। এতে ব্যাঙ্কের তথ্যের পাশাপাশি ব্যক্তিগত তথ্যও হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তাতে পরিবারের সদস্যরাও সমস্যায় পড়তে পারেন।
সুরক্ষিত থাকতে কী কী করবেন?
সাইবার অপরাধীদের হাত থেকে সুরক্ষিত থাকতে নিচের কিছু কথা মনে রাখার চেষ্টা করুন সবসময়।
- নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সবসময় গোপন রাখুন। একান্ত দরকার ছাড়া সেগুলি কাউকে দেবেন না।
- ওটিপি, পিন, পাসওয়ার্ড একমাত্র আপনিই ব্যাবহার করুন। এগুলি অন্য কাউকে দেওয়া ঠিক নয়। পুলিশ ফোন করে চাইলেও নয়। উপযুক্ত নথি ছাড়া আইনের কারওর হাতে তথ্য হস্তান্তর করবেন না।
- কোনও কারণে সাইবার প্রতারণার শিকার হলে থানায় অভিযোগ দায়ের করুন। ব্যাঙ্ককেও জানান। যত শীঘ্র সম্ভব।