Sealdah to North Bengal New Train Update।  শিয়ালদা থেকে এবার উত্তরবঙ্গে যাবে নয়া ট্রেন! বড় ঘোষণা রেলের

Spread the love

শিয়ালদা থেকে এবার উত্তরবঙ্গ পর্যন্ত নতুন ট্রেন ছুটতে চলেছে। রেল বোর্ডের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এই নয়া ট্রেনটি সাপ্তাহিক হবে। শিয়ালদা থেকে রাতে ছাড়বে এই ট্রেন। দুপুর নাগাদ সেটি গিয়ে পৌঁছবে জলপাইগুড়ি রোড স্টেশনে। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে শুক্রবার রাতে। ফিরতি পথে সেটি জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে শনিবার রাতে। 

উল্লেখ্য, বিকেল ও সন্ধ্যার পর এনজেপি থেকে শিয়ালদার দিকে বেশ কয়েকটি ট্রেন রওনা দেয়। এই সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস (বিকেল ৫টা ৫০ মিনিটে), দার্জিলিং মেল (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে), কাঞ্চনকন্যা এক্সপ্রেস (সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে) এবং পদাতিক এক্সপ্রেস (রাত সাড়ে ৮টায়)। আর এই নতুন ট্রেনটি ছাড়বে জলপাইগুড়ি রোড থেকে।  

রিপোর্ট অনুযায়ী, শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশে এই ট্রেনটি রওনা দেবে শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে। সেই ট্রেনটি শনিবার সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। আর তারপর সেটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর ১২টা ১৫ মিনিটে। 

এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ফিরতি পথে শনিবার রাতে জলপাইগুড়ি রোড থেকে এই ট্রেনটি ছাড়বে। রেল বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী, রাত ৮টার সময় এই সাপ্তাহিক ট্রেনটি শিয়ালদার উদ্দেশে যাত্রা শুরু করবে। এরপর রবিবার সকাল ৮টা নাগাদ এটি শিয়ালদায় এসে পৌঁছবে। অর্থাৎ, ‘আপ’ রুটে যেতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা ৩৫ মিনিট। ফিরতি ‘ডাউন’ রুটে সেই সময় লাগবে ১২ ঘণ্টা।

এর আগে এনজেপি থেকে যাতে শিয়ালদার উদ্দেশে আরও রাতে কোনও ট্রেন ছাড়া হয়, এই আবদেন জানিয়ে রেল মন্ত্রককে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সেই চিঠি পেয়ে বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিল রেল মন্ত্রক। এর আগে রাত সাড়ে ৮টার পর এনজেপি থেকে আর কোনও ট্রেন থাকত না কলকাতার দিকে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *