Shama Mohamed on Rohit Sharma। ‘রোহিতের নেতৃত্বে ভারত ফাইনালে, খুব খুব খুশি’

Spread the love

২৯ বলে ২৮ রান। নবাগত কুপার কনোলির বলে সুইপ মারতে গিয়ে আউট। তিনি রোহিত শর্মা। হয়ত সেই সময় তাঁর সুইপ করার দরকার ছিল না। ধীরে ধীরে খেলে নিজের হাফ সেঞ্চুরির দিকে এগোতেই পারতেন তিনি। তবে ২০২৩ সালের বিশ্বকাপ থেকে রোহিত শর্মা নিজের নিঃস্বার্থ খেলা দিয়ে মন জয় করেছেন বহু ক্রিকেট অনুরাগীর। তাই পাওয়ারপ্লের মধ্যে কুপার কনোলির সেই বলে মেরে দলকে এগিয়ে রাখতে চেয়েছিলেন রোহিত। কারণ তিনি জানতেন দুবাইয়ের মন্থর গতির পিচে প্রথম থেকে ‘মোমেন্টাম’ না থাকলে রান তাড়া করা কঠিন। অবশ্য রোহিত যেভাবে খেলছেন, তা কারও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তবে আইসিসি টুর্নামেন্টের মাঝে তাঁকে নিয়ে যে বিতর্ক শামা মহম্মদ এবং সৌগত রায়রা তৈরি করেছিলেন, তার জবাবে দলকে আরও এক ফাইনালে তুললেন রোহিত। গত দেড় বছরের মধ্যে ভারতকে এই নিয়ে চতুর্থ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুললেন রোহিত শর্মা(Rohit Sharma)। সেই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। এবার ভারত ফাইনালে উঠতেই তিনি দিলেন প্রতিক্রিয়া।

বার্তাসংস্থা এএনআইকে শামা বলেন, ‘রোহিত শর্মার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জিতেছে বলে আজ আমি খুব, খুব খুশি। খুব খুশি, খুব খুব উত্তেজিত, এবং বিরাট কোহলিকে অভিনন্দন ৮৪ রান করার জন্য এবং আইসিসি নকআউটে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ রান করার জন্য। আমি খুবই উত্তেজিত এবং ফাইনালের অপেক্ষায় আছি।’ উল্লেখ্য, এর আগে গত রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ বলেছিলেন, ‘একজন খেলোয়াড়ের হওয়ার পক্ষে রোহিত শর্মা অনেক বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।’ শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।

এদিকে কংগ্রেস নেতা পবন খেরা এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, শামার মতামত একান্তই তাঁর নিজেস্ব। দলের সঙ্গে এক কোনও যোগ নেই। পবন আরও জানান, দল শামাকে সেই পোস্টটি মুছে ফেলার নির্দেশ দিয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পবন দাবি করেন, ভারতের ক্রীড়াবিদদের অবদানকে সবসময় সম্মান করে কংগ্রেস। দলের নির্দেশ মেনে সেই পোস্টটি মুছেও ফেলেন শামা। পরে নিজের পোস্টের পরিপ্রেক্ষিতে সাফাইও দেন শামা। বলেন, ‘এটা একটা সাধারণ পোস্ট ছিল’। এরপর তিনি আরও বলেন, ‘একটি গণতন্ত্রে কীভাবে নিজের মত প্রকাশ করা যায় না, আমি তা ভেবে অবাক।’ এদিকে নিজের পোস্টের জন্যে শামা ক্ষমা চাননি। তবে এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ‘রোহিতের’ ওপর জোর দেন নিজের মন্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *