Sikandar Box Office। ‘সলমনোচিত’ ওপেনিং পেল না ‘সিকান্দর’

Spread the love

প্রতীক্ষার অবসান। দেড় বছর পর মুক্তি পেল সলমন খান(Salman Khan) অভিনীত কোনও ছবি। ইদের আবহে সিকান্দর হয়ে বড় পর্দায় ধরা দিলেন ভাইজান। কিন্তু তিনি নিজে যে বেঞ্চমার্ক তৈরি করেছিলেন বক্স অফিসের সেটা যেন নিজেই ছুঁতে পারলেন না প্রথমদিন। শুধুই কি তাই? নিজের পুরোনো ছবির প্রথম দিনের আয় তো ছেড়েই দিন, ভিকি কৌশল অভিনীত ছাবা ছবিটির প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে পর্যন্ত টপকাতে পারেনি এই ছবি। মোট কত আয় করল এদিন?

সিকান্দর ছবিটি বক্স অফিসে কত আয় করল?

৩০ মার্চ মুক্তি পেল সিকান্দর ছবিটি। আর প্রথম দিন বক্স অফিসে এই ছবি ২৬ কোটি টাকা আয় করেছে। রবিবার ইদের আবহে মুক্তি পাওয়া সত্বেও কাজ করল না ভাইজান ম্যাজিক। সিকান্দর ভাঙতে পারল না কোনও রেকর্ড। এমনকি ভিকি কৌশলের ছাবার প্রথম দিনের আয়ের থেকেও বেশ পিছিয়ে রয়েছে। ছাবা ছবিটি প্রথম দিন বক্স অফিসে ৩১ কোটি টাকা আয় করেছিল। সেখানে সিকান্দর মাত্র ২৬ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে এদিন।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সলমন খান নিজেই নিজের ছবির যে স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছেন সেটাকেও ছুঁতে পারা তো দূরস্ত, সেটার ধারপাশেও যেতে পারল না সিকান্দর। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ২০২৩ সালে মুক্তি পাওয়া টাইগার ৩ ছবিটি বক্স অফিসে প্রথম দিন ৫৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া সুলতান ছবির প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ টাকা।

ফলে প্রথম দিন যে খুব একটা আশাতীত ফল করেনি এই ছবি সেটা বলাই যায়। আগামী দিনগুলো কেমন আয় করে সেদিকে নজর থাকবে।

সিকান্দর ছবি প্রসঙ্গে

সিকান্দর ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সলমন খান ছাড়াও থাকবেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ। আগামী ৩০ মার্চ, ইদের ঠিক মুখেই মুক্তি পাচ্ছে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *