Siliguri Student Murder। উত্তরকন্যার পাশেই মিলল ছাত্রীর দেহ! অভিযোগ ধর্ষণ-খুনের

Spread the love

শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার করা হল এক তরুণীর মৃতদেহ। জানা গিয়েছে, মৃত তরুণী নবম শ্রেণির ছাত্রী। এদিকে অভিযোগ উঠেছে, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে মৃত ছাত্রীর দুই বন্ধু এবং এক বান্ধবীকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ছাত্রীর গলায় কালশিটের দাগ পাওয়া গিয়েছে। এছাড়াও তাঁর শরীরে আঁচড়ের চিহ্ন আছে। এই আবহে তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এনজেপি থানায় মৃত ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করেছে। তাঁদের অভিযোগ, ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। তারপর খুন করা হয়েছিল। পরিবার জানিয়েছে, দুপুরে বন্ধু-বান্ধবীদের সঙ্গে বাইরে গিয়েছিল মৃত ছাত্রী। তাদের সবার বিরিয়ানি খাওয়ার কথা ছিল। এমনকী বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় পথে পিসির সঙ্গেও দেখা হয়েছিল সেই ছাত্রীর। তবে সন্ধ্যা পার করে রাত গড়ালেও সেই ছাত্রী বাড়ি ফেরেনি। এরই মাঝে সেই ছাত্রীর এক বন্ধু পরিবারকে ফোন করে জানায় মৃতার দেহ উদ্ধারের বিষয়ে। দাবি করা হয়, সেই ছাত্রীর বন্ধুরাই নাকি তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই পরিস্থিতিতে সেই ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, মৃত ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। এরপর যৌন নির্যাতন করে খুন করা হয়েছে তাঁকে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে সেই ছাত্রীর বন্ধুদের জেরা করে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানার চেষ্টা করছে পুলিশ। এর আগে শিলিগুড়ির হাসপাতালে সেই মৃত ছাত্রীর বন্ধুদের ঘিরে ধরে পরিবার। ছড়িয়ে পড়ে উত্তেজনা। হাসপাতালে এক বন্ধুর গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ আটক করে অভিযুক্ত দুই বন্ধু এবং এক বান্ধবীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *