তৃণমূল সাংসদ সৌগত রায়(Sougata Roy) অসুস্থ। তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। লোকসভা অধিবেশনের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, লোকসভা থেকে বেরিয়ে তিনি হাঁটছিলেন। আচমকা তিনি অসুস্থতা বোধ করতে থাকেন। তাঁর কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল বলে খবর। সেই সময় আরও কয়েকজন সাংসদ তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা দ্রুত তাঁর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন। তাতে করেই তাঁকে গাড়ি পর্যন্ত আনা হয়।
এদিকে সোমবারও ভূতুরে ভোটার তালিকার অভিযোগ তুলে সংসদের প্রথমার্ধে বিতর্কে অংশ নিয়েছিলেন তিনি। আর সোমবার বিকালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অন্যতম প্রবীণ সাংসদ হলেন সৌগত রায়। তবে ঠিক কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন তা সঠিকভাবে জানা যায়নি। তবে ঘটনার কথা জানাজানি হতেই তৃণমূলের প্রতিনিধিরা দ্রুত তাঁর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন।
এদিকে সংসদে নানা সময়ে নানা ইস্যুতে সরব হন সৌগত রায়। এদিনও তিনি সরব হয়েছিলেন। এমনকী তাঁর এই ইস্যুকে এদিন কার্যত সমর্থন জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।