Sourav-Dadagiri: বাংলার নতুন ‘বস’ সৌরভ! আসছেন স্টার জলসায়

Spread the love

কদিন আগেই খবর এসেছিল বাংলার ‘বিগ বস’ নিয়ে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময় ইটিভি বাংলায় আসত বিগ বস। দুটো সিজনের পর বন্ধ হয়ে যায়। তাহলে সত্যি কি আর দাদাগিরি করবেন না সৌরভ?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর আসছে যে, স্টার জলসার ওই রিয়েলিটি শো-র পাশাপাশি, দাদাগিরিও করবেন সৌরভ। একসঙ্গে দুটি রিয়েলিটি শো-ই সামলাবেন দাদা। আপাতত বেশ কিছু বদল আসার সম্ভাবনা আছে দাদাগিরিতে। যদিও সেগুলি কি, তা এখনও স্পষ্ট নয়। এমনকী, চ্যানেল বা সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে, কেউই এই ব্যাপারে মুখ খোলেননি। জলসার রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ফরম্যাট কেমনটা হবে, সেটাও স্পষ্ট নয়।

বহুবার দাদাগিরি-তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্বীকার করতে শোনা গিয়েছিল, কোনোদিনও ভাবেননি এভাবে একটানা কথা বলতে পারেন তিনি! সঞ্চালনার মতো কঠিন কাজ অনায়াসে করতে পারবেন, সেটাও ভাবননি! তবে দাদাগিরির হোস্ট হিসেবে সত্যিই অতুলনীয় সৌরভ। সেই ২০০৯ থেকে ২০২৪, মোট ১০ টি সিজন হয়েছে। যার মধ্যে একটিতে সঞ্চালক হিসেবে দেখা মিলেছিল মিঠুন চক্রবর্তীর। বাদবাকি সবেতেই সৌরভ। মিঠুন সেভাবে নিতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গা। দাদার নিজের জীবনের গল্প, প্রতিযোগীদের সঙ্গে আড্ডা দিতে দিতে তাঁদের ঘরের মানুষ হয়ে ওঠা, দাদার থেকে আসা গুগলি, কখনো আবার ডোনা বা সানাকে টেনে এনে মস্করা, সবই যে বাঙালির বড় আপন। এগুলি ছাড়া জমে না শনি-রবিবারের ছুটি।

আপাতত বেশ কয়েকদিন লন্ডনে ছিলেন সৌরভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরেরও অংশ ছিলেন তিনি। তাঁর স্ত্রী ডোনা ও মেয়ে সানাকেও দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে এবার দেশে ফিরতে তৈরি তিনি। আর খুব সম্ভবত ফিরেই এই নতুন কাজগুলির প্রোমোশনাল ভিডিয়োর শ্যুট করবেন। মাঝে জিৎ-প্রসেনজিতের খাখি ২-র প্রোমোশনাল ভিডিয়োতেও দেখা মিলেছিল দাদার। খবর, এই বছরের মাঝামাঝি নাকি শুরু হবে সৌরভ গঙ্গোপুাধ্যায়ের বায়োপিকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *