সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) যে ক্রিকেটের ময়দানের মহারাজ সেটাই নয়, তিনি ক্যামেরার সামনেও বেশ সাবলীল। দক্ষ হাতে দীর্ঘ দিন ধরে দাদাগিরির একাধিক সিজন সামলেছেন, বিজ্ঞাপনের কাজ করেছেন। এদিন তেমনি একটি শ্যুটিংয়ে বিপদের মুখে পড়লেন ‘দাদা’। যদিও বরাত জোরেই রক্ষা পান। কিন্তু কী ঘটেছে?
কিছু দিন আগেই বর্ধমান যাওয়ার পথে বিপদে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পড়তেও বাঁচলেন। জানা গিয়েছে, মঙ্গলবার ৪ মার্চ বসিরহাটের একটি স্টুডিয়ো, বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন তিনি। সেখানেই ঘটে দুর্ঘটনাটি।
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী শ্যুটিংয়ের জায়গায় একটি জেনারেটর রাখা ছিল। পুরোদমে চলছিল সেটা। আচমকা সেটা থেকেই শব্দ হতে হতে আগুনের ফুলকি বের হতে শুরু করে। যদিও তৎক্ষণাৎ সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সৌরভকে। তাঁর কোনও ক্ষতি হয়নি। এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়াও জানাননি ‘দাদা’। তবে অনুমান করা হচ্ছে কোনও রকম শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
প্রসঙ্গত এর আগে ২০ ফেব্রুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। সেই ঘটনা প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘ওটা আমার বন্ধুর গাড়ি। সে আমার সঙ্গেই সফর করছিল। আমার গাড়ির পিছনেই ওর গাড়ি ছিল। সামনে কনভয় ছিল, তারপর আমার, তারপর বন্ধুর গাড়ি ছিল। ওর গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স আর শেষে আরেকটা কনভয় ছিল। হাইওয়েতে একটা ট্রাক লেন চেঞ্জ করে হঠাৎ করেই। পুলিশের গাড়িটা দাঁড়িয়ে যায় তাতে। ভাগ্য ভালো ছিল যে ওই গাড়িটার সঙ্গে আমার গাড়ির ভালো দূরত্ব ছিল। তো আমিও দাঁড়িয়ে পড়ি। কিছু হয়নি। কিন্তু আমার পিছনে বন্ধুর যে গাড়িটি ছিল ওটা দাঁড় করাতে পারেনি। আসলে এসকর্টের সঙ্গে গেলে যেটা হয় গাড়িগুলোর মাঝে দূরত্ব তেমন থাকে না। কাছাকাছি থাকে। ওটাই এসে ঠুকে দেয়।’ পরিশেষে সৌরভ জানান, ‘কিন্তু ঠিক আছে। ও ঠিক আছে। আমরাও সবাই ঠিক আছি। সব ঠিক আছে।’
খাকি ২ সিরিজে সৌরভ?
না, খাকি ২ সিরিজে দেখা যাবে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এই সিরিজের একটি বিজ্ঞাপনেই দেখা যাবে বাংলার মহারাজকে। আর সেটারই শ্যুটিং এদিন তিনি করছিলেন উক্ত স্টুডিওতে। তখনই ঘটে এই বিপত্তি। প্রসঙ্গত খাকি ২: বেঙ্গল চ্যাপ্টার সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে অভিনয়
সৌরভের বায়োপিক
আসছে সৌরভের বায়োপিক, নাম ভূমিকায় থাকবেন রাজকুমার রাও। সেই ছবি প্রসঙ্গে খোদ মহারাজ বলেছেন, ‘আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে।’ তবে সৌরভ নিজে তাঁর চরিত্রে কাকে দেখতে চেয়েছিলেন? এই প্রশ্নে কিছুটা কায়দা করে মহারাজের ডিপ্লোম্যাটিক উত্তর, ‘আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ।’ আর ডোনার চরিত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘ডিফিক্যাল্ট ক্যারেক্টার। অনেক অপশান আছে, তবে বেছে উঠতে পারিনি।’