শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra) কখনই কোনও বিষয়ে নিজের মতামত সুস্পষ্ট ভাবে তুলে ধরতে পিছপা হননি। এদিন তাঁর অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যা, টলিউডের বর্তমান অবস্থা সহ একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন।
সাম্প্রতিককালে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া নিয়ে মুখ খুললেন শ্রীলেখা মিত্র। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তাঁর ওজন বাড়ার নেপথ্যে আছে অবসাদ। হ্যাঁ, ঠিকই পড়লেন। অভিনেত্রীর কথায়, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেনটেন করার তাগিদটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, বড় থেকে বেরোয়নি আমি তখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট করছে না। আগে শরীর চর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই ড্রাইভটা পাই না।’
শ্রীলেখা মিত্র এদিন আরও জানান, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনও কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলাম। টলিউডের তারকাদের নিয়ে নানা কথা বলেছিলাম। কিন্তু কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমায় ভীষণ নাড়া দিয়েছিল। আমায় লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে। আমার কথার ভুল মানে করেন। রাজনৈতিক মতাদর্শের জন্য আমায় ভাতে মারা হয়েছিল কার্যত। কিন্তু এ সবের জন্য আমি পরোয়া করি না।’
টলিউডের অবস্থা প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আগে রাজনৈতিক মিছিলে কারা হাঁটতেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনরা। এখন কারা হাঁটেন? সোনামণি, ঝিঙ্কুমণিরা। এখানে এখন প্রকৃত শিক্ষিত মানুষের অভাব। আমার কাছে সিরিয়াল, যাত্রার অফার এসেছে। এখন সিরিয়ালের মান খুব পড়ে গেছে। লুক আর ফিল মেলাতে পারি না। এই ধরনের যান্ত্রিক কাজ করতে চাই না।’
প্রসঙ্গত শ্রীলেখা মিত্রকে আগামীতে মহানগরী ছবিটিতে দেখা যাবে। আদিত্য বিক্রম সেনগুপ্ত এই ছবিটির পরিচালনা করেছেন।