Sri Lanka’s assurance to India। মোদীর সফরকালে ভারতকে বড় বার্তা শ্রীলঙ্কার

Spread the love

শ্রীলঙ্কার কাছে থাকা কচ্ছতিভু দ্বীপ ফেরত চেয়ে তামিলনাড়ু বিধানসভায় সম্প্রতি প্রস্তাবনা পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে। এরই মাঝে আবার বিমসটেক সম্মেলন শেষ করে শ্রীলঙ্কাতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গোপসাগর এলাকায় চিনের প্রভাব ঠেকাতে বিমসটেকের সম্মেলন গুরুত্বপূর্ণ ছিল। আর বিমসটেকভুক্ত দেশগুলির মধ্যে ভারতের অন্যতম উল্লেখযোগ্য পড়শি শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার দক্ষিণের হাম্বানটোটা বন্দরটি চিন ব্যবহার করছে। মাঝে মাঝেই নিজেদের ‘গুপ্তচর জাহাজ’ নিয়ে এসে শ্রীলঙ্কায় নোঙর ফেলতে চায় চিন। এতে ভারত দীর্ঘিন ধরে আপত্তি জানিয়ে আসছে। এই আবহে আজ দিশানায়েকে মোদীকে আশ্বাস দিলেন, শ্রীলঙ্কার মাটি ব্যবহার করে ভারতের ক্ষতি করতে দেওয়া হবে না কাউকে। 

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ভারতের থেকে চিনের দিকে বেশি ঝুঁকেছিল। শ্রীলঙ্কার অর্থনীতির উন্নয়নে চিনা বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পগুলো সেই দেশের সার্বভৌমত্ব ও বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। এই আবহে তারা অর্থনৈতিক সংকটে পড়েছিল। গণঅভ্যুত্থান ঘটেছিল সেই দেশে। এরপর গত নির্বাচনে বামপন্থী অনুরা দিশানায়েক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তাঁর সময়কালে মোদীর এই লঙ্কা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ কলোম্বোতে প্রধানমন্ত্রী মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়েকের মধ্যে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ত্রিঙ্কোমালিকে শক্তির কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়াও, শ্রীলঙ্কাকে একাধিক ক্ষেত্র ভিত্তিক অনুদান সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়েকে সম্পুর সৌর বিদ্যুৎ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে মোদীকে আশ্বাস দেন যে, ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য ক্ষতিকর কোনও পদক্ষেপের জন্যে শ্রীলঙ্কা কাউকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

আজ, শনিবার সকালে প্রধানমন্ত্রী মোদীকে স্বাধীনতা স্কয়ারে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়, যেখানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে তাকে স্বাগত জানান। এর আগে শ্রীলঙ্কার বান্দরানাইকে আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার পাঁচ শীর্ষ মন্ত্রী বিজিতা হেরাথ, স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসা এবং মৎস্যমন্ত্রী রামলিঙ্গম চন্দ্রশেখর সহ শ্রীলঙ্কার পাঁচ শীর্ষ মন্ত্রী তাঁকে স্বাগত জানান। এদিকে শ্রীলঙ্কা প্রথমবারের মতো সফররত কোনও অতিথিকে স্বাধীনতা স্কয়ারে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *