SRK-Virat Bonding। ইডেনের চিৎকারে কথা বলার জন্য আর্জি করতে হল ‘বাদশাকে’

Spread the love

বাইশ গজের কিং, ১০০ কোটি মানুষের হৃদপিণ্ড এবং ক্রিকেটের GOAT- এমনই সব বিশেষণে ভরিয়ে দিয়ে বিরাট কোহলিকে(Virat Kohli) আইপিএলের উদ্বোধনী মঞ্চে স্বাগত জানালেন শাহরুখ খান(Shahrukh Khan)। আর ‘কিং’-র নাম ঘোষণা হতেই ইডেনে হাজির দর্শকরা এমন চিৎকার করেন যে কথা বলার জন্য বিশেষভাবে আর্জি জানাতে হয় বলিউডের ‘বাদশা’-কে। পরবর্তীতে বিরাটের সঙ্গে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচেন শাহরুখ। আর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা রিঙ্কু সিংয়ের সঙ্গেও কোমর দোলান ‘কিং খান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *