Sukanta on aprisement politics। দুধ খাচ্ছেন মমতা আর লাথি খাচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা: সুকান্ত

Spread the love

এবার দোলযাত্রাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। বিজেপির অভিযোগ, এবার দোল শুক্রবার পড়ায় মুসলিমদের তোষণ করতে সকাল ১০টার মধ্যে রং খেলা সেরে ফেলতে হবে বলে বিভিন্ন জায়গায় হুলিয়া জারি করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের(Rabindranath Tagore) শান্তিনিকেতনও(Santiniketan)। পশ্চিমবঙ্গে এই ঘটনা আগে কোনও দিন ঘটেনি বলেও দাবি করেছে রাজ্যের একমাত্র বিরোধী দল। আর এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন সুকান্তবাবু।

সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে সুকান্তবাবু বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার তোষণের রাজনীতি করছে। এমন নয় যে এরকম তারা প্রথমবার করছে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই তোষণের রাজনীতি করে চলেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন গোঁড়া মুসলিম ভোট ব্যাঙ্ক, যাদের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে, বাংলাদেশের বহু সংগঠন যারা এপারেও স্লিপার সেলের মতো কাজ করে, নির্বাচনের সময় তারা সবাই ওনাকে সাহায্য করে। মুসলিমরা একজোট হয়ে ওনাকে ভোট দিচ্ছে। তাই মুসলিম তোষণ চলছে।’

এর পর সুকান্ত বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সমস্যা হল দুধ উনি খাচ্ছেন কিন্তু লাথি খেতে হচ্ছে বাংলার হিন্দুদের।’

পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রতি সুকান্তবাবুর আবেদন, ‘আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলব, আপনারা হোলি খেলুন। সাড়ম্বরে পালন করুন। যেখানে যেখানে পুলিশ বাধা দেবে আমরা সবাই একসঙ্গে লড়াই করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *