Supreme court। পুলিশ, প্রশাসন টার্গেট করছে! খুন হতে পারি

Spread the love

বাংলায় যে দুটি বড় ইস্যু সম্প্রতি রাজ্য সরকারকে সবচেয়ে বড় অস্বস্তিতে ফেলেছে সেগুলি হল সন্দেশখালি এবং আরজি কর কাণ্ড। লোকসভা ভোটের আগে সন্দেশখালিকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছিল রাজনীতি। আর বর্তমানে আরজি করকাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ মিছিলে চরম অসস্তিতে পড়েছে রাজ্য সরকার। এই দুটি বড় ইস্যুতেই রাজ্যের বিরোধী পক্ষ হিসেবে মামলায় অংসগ্রহণ করেছেন আইনজীবী সংযুক্তা সামন্ত। আর বর্তমানে আরজি কর নিয়ে মামলার জন্য রীতিমতো তাঁকে টার্গেট করছে কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন। শুধু তাই নয়, খুনেরও পরিকল্পনা করা হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন আইনজীবী। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী সংযুক্তা সামন্ত।

সুপ্রিম কোর্টের বিচারপতি কে গাভাইয়ের এজলাসে এবিষয়ে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টে সরকারি কৌঁসুলির বিরুদ্ধে অভিযোগ তোলেন আইনজীবী সামন্ত। তাঁর অভিযোগ, সরকারি কৌঁসুলি একজন তৃণমূল ক্যাডারের মতো কাজ করছেন। আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলায় অংশগ্রহণ করেছেন। আর এই কারণে তাঁকে টার্গেট করা হচ্ছে, খুন করার পরিকল্পনা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, তাঁর কেস ডায়েরি পরিবর্তন করা হয়েছে। রাজ্যের গোয়েন্দা সংস্থার সিআইডি তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, এ নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী। সেই মামলাটি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এই অভিযোগ নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী। সোমবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

যদিও আইনজীবী সংযুক্তা সামন্তর আবেদন খারিজ করে শীর্ষ আদালত। মামলাটি যেহেতু কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তাই কলকাতা হাইকোর্টের কাছেই এ বিষয়ে দারস্থ হওয়ার জন্য আইনজীবীকে বলে শীর্ষ আদালত। যদিও এর আগে সুপ্রিম কোর্ট অভিযোগকারী আইনজীবীকে প্রশ্ন করে কেন তিনি কলকাতা হাইকোর্টে যাননি? উত্তরে আইনজীবী জানান, সেখানে তাঁকে হেনস্থা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *