Suryakumar Yadav on Rohit Sharma । ফাইনালের আগে কি মন্ত্রে দলকে চাগিয়ে ছিলেন রোহিত?

Spread the love

রোহিত শর্মার(Rohit Sharma) দুরন্ত অধিনায়কত্ব, সূর্যকুমার যাদবের ম্যাচ উইনিং ক্যাচ, হার্দিক পান্ডিয়ার(Hardik Pandey) শেষ ওভারে ভালো বোলিং, বিরাট কোহলির(Virat Kohli) ৭৬ রানের ঝকঝকে ইনিংস। বুমরাহ-র ডেথ ওভারে অনবদ্য বোলিং, আর্শদীপ সিংয়ের অসাধারণ স্পেল, সব মিলিয়ে টিম গেমেই জিতেছে ভারত। অক্ষর প্যাটেল বল হাতে একটা ওভার খুব খারাপ করলেও ব্যাট হাতে ফাইনালে নজর কেড়েছিলেন। একইভাবে শিবম দুবেও ফাইনালে ভালো ব্যাটিং করেছিলেন, সব মিলিয়ে প্রত্যেক ক্রিকেটাররে ভালো পারফরমেন্সই ভারতীয় দলকে ১১ বছরের আইসিসির ট্রফির খরা কাটাতে সাহায্য করেছে। শুধু তাই নয়, রোহিত শর্মার অধিনায়কত্বের মুকূটেও লেগেছে নয়া পালক। ম্যাচের আগে রোহিত শর্মার কোন পেপ টক দলকে চাঙ্গা করেছিল, খোলসা করে জানালেন সতীর্থ সূর্যকুমার যাদব।

দলগত সংহতির বার্তা দিয়ে ফাইনাল ম্যাচের আগে ক্রিকেটারদের চাঙ্গা করতে ভোকাল টনিক দিয়েছিলেন টিম ইন্ডিয়ার দলনায়ক রোহিত শর্মা। সেখানে ভারত অধিনায়ক বলেছিলেন, ‘একার পক্ষে আমার এভারেস্টে ওঠা সম্ভব নয়। আমায় শীর্ষে পৌঁছাতে গেলে সকলের অক্সিজেন প্রয়োজন, সবাইকেই মাথা ঠান্ডা রাখতে হবে এবং বিষয়টি খুব সহজ ভাবে দেখতে হবে। মাথা, পা আর মন, এই তিনটে দিয়েই আমাদের ম্যাচ জিততে হবে, মাঠে সেটা কাজে লাগাতে হবে। যদি তাতে খারাপ কিছুও হয়, তাহলেও আক্ষেপ করব না ’।

রোহিত শর্মার অধিনায়কত্বেরও প্রশংসা করেন মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের সতীর্থ। ভারত অধিনায়ককে নিয়ে সূর্যকুমার যাদব বলছেন, ‘আমি বিগত তিন চার বছরে আইপিএলে হোক বা আন্তর্জাতিক ক্রিকেটে বহু ম্যাচ খেলেছি। রোহিত শর্মা দলের মধ্যে একতা বজায় রাখতে পারে। ক্রিকেটারদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখে, সেটা হোটেলে হোক বা মাঠে। তাই কঠিন পরিস্থিতি এলেও ক্রিকেটাররা জানে যে রোহিত আমাদের পাশে থাকবে। ক্রিকেটারদের তখন মনে হয়, তাঁর ওপর যে ভরসা আর বিশ্বাস অধিনায়ক দেখিয়েছেন, সেটার জন্যই ভালো পারফরমেন্স করতে হবে ’ ।

বিশ্বকাপের মতো মঞ্চ জেতা কোনও এক ক্রিকেটারের পক্ষে সম্ভব নয়, সেটা ২০২৩ বিশ্বকাপেই বোঝা গেছিল। বিরাট কোহলি গোটা প্রতিযোগিতায় দুরন্ত ক্রিকেট খেলেছিলেন। ফাইনালেও অর্ধশতরান ছিল, কিন্তু আসল কাজের কাজটা করতে পারেনি তাঁর দল। অস্ট্রেলিয়ার কাছে হেরে ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল ভারতের। বার্বাদোসে টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে তাই ক্রিকেটারদের উদ্দেশ্যে রোহিত একতার বার্তা দিয়েছিলেন, বলেছিলেন একার পক্ষে তাঁর এভারেস্টে ওঠা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *