Suvendu on Mamata Statement। ছাব্বিশে ক্ষমতায় ফেরা নিয়ে প্রত্যয়ী মমতা

Spread the love

সদ্য হওয়া দিল্লি বিধানসভার নির্বাচনে আম আদমি পার্টির পরাজয়ের পর থেকেই বিজেপি নেতারা কথায় কথায় বুঝিয়ে দিচ্ছেন, এবার তাঁদের দলের লক্ষ্য হল – বঙ্গ বিজয়!

যদিও তাঁদের এই সমস্ত কথায় আমল দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি সাফ জানিয়ে দেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফের একবার তৃণমূল কংগ্রেস একাই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে! আর মমতার সেই মন্তব্য শুনেই পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

মমতার এই ‘ছাব্বিশে ক্ষমতায় ফেরা’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) স্বপ্ন (ফের একবার রাজ্যে শাসন ক্ষমতায় ফেরার) দেখতেই পারেন। কিন্তু সব স্বপ্ন পূরণ হবে, এমনটা নয়। তিনি নিজের দলের লোক ধরে রাখার চেষ্টা করতে পারেন। স্বপ্ন দেখতে পারেন। কিন্তু বাস্তব খুবই কঠিন!’

প্রসঙ্গত, দিল্লিতে আপ-এর পরাজয় এবং দীর্ঘ সময় পর বিজেপির ক্ষমতায় ফেরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বেজায় বিরক্ত, সেটা তাঁর কথাবার্তাতেই স্পষ্ট। এর জন্য সরাসরি INDIA শরিক কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন তিনি। মমতা মনে করেন, দিল্লিতে যদি কংগ্রেস আপ-কে সহযোগিতা ও সমর্থন করত, তাহলে এবারও বিজেপির হারত।

আবার একইভাবে হরিয়ানায় বিজেপির জয়ের জন্য অরবিন্দ কেজরিওয়ালের আপ (আরও এক INDIA শরিক)-এর সমালোচনা করেছেন মমতা। তাঁর মতে, সেখানে যদি আপ কংগ্রেসকে ভোটের লড়াইয়ে সহযোগিতা করত, বিজেপি সুবিধা করতে পারত না।

একইসঙ্গে, মমতা বুঝিয়ে দিয়েছেন – বাংলার পরিস্থিতি দিল্লি বা হরিয়ানার মতো নয়। এখানে শাসকদল তৃণমূল কংগ্রেস একাই এতটা শক্তিশালী যে তাদের কোনও জোটসঙ্গীর প্রয়োজন নেই। তাই দিল্লিতে ভোটের ফল যাই হোক, আর তা দেখে বিজেপি যাই বলুক না কেন, বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসই ফিরবে। তাও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।

মমতার এই যুক্তি অবশ্য খারিজ করে দিয়েছেন শুভেন্দু। তাঁর পালটা যুক্তি – মমতা যাই ভাবুন না কেন বর্তমান বাস্তব পরিস্থিতি অন্যরকম। কারণ, শুভেন্দুর মতে মানুষ এখন শুধুমাত্র নরেন্দ্র মোদীকে দেখে এবং উন্নয়ন দেখে ভোট দেয়।

শুভেন্দু মনে করিয়ে দেন, এর আগে পড়শি রাজ্য ওডিশায় নবীন পট্টনায়েককে অজেয় মনে করা হত। এমনকী, একটা সময় অরবিন্দ কেজরিওয়ালও এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি মনে করতেন, মোদী কোনও দিন তাঁকে হারাতে পারবেন না। কিন্তু, বাস্তবে ঘটেছে উলটো। আগামী দিনে বাংলাতেও সেই উলট পুরাণ ঘটবে বলেই প্রত্যয়ী শুভেন্দু অধিকারী।

এখন বাস্তবে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে মমতার ভবিষ্যদ্বাণী খাটে নাকি শুভেন্দুর পূর্বাভাস মেলে, তার উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *