Suvoshmita Mukherjee। একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে শুভস্মিতা

Spread the love

হরগৌরী পাইস হোটেল(Haragouri Pice Hotel) ছিল তাঁর প্রথম ধারাবাহিক। আর তাতেই নজর কেড়েছিলেন তিনি। তাও একটা নয়, দ্বৈত চরিত্রে। সদ্যই সেই ধারাবাহিকের সফর ফুরিয়েছে। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই ধারাবাহিকের ঐশানি ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায়। কী হয়েছে?

কী হয়েছে?

জানা গিয়েছে সম্প্রতি একাধিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভস্মিতা মুখোপাধ্যায়। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল। এছাড়া খাদ্যনালীতে সমস্যা সহ বেশ কিছু জটিলতা দেখা গিয়েছিল তাঁর। আর সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেত্রীকে। যদিও বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ আছেন। বাড়িও ফিরেছেন। তবে এখন তাঁকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলেই জানা গিয়েছে।

জীবনযাপন সহ খাওয়া দাওয়ায় অনিয়মের কারণেই শুভস্মিতার এই জটিলতাগুলো হয়েছিল বলেই আজকালের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে। হরগৌরী পাইস হোটেল তাঁর প্রথম ধারাবাহিক ছিল, তাও দারুণ সফল। ফলে সাফল্যের সঙ্গে দায়িত্ব এবং চাপ দুই আসে বা থাকে। সেই জন্যই নিজের দিকে সেভাবে তাকাতে পারেননি অভিনেত্রী। নেওয়া হয়নি যত্ন। তবে সম্প্রতি সেই ধারাবাহিক ফুরিয়েছে। এখন তাই নতুন কাজ শুরুর আগে সম্পূর্ণ সুস্থ হয়েই কাজে ফিরতে চান।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, অভিনেত্রীর নতুন প্রজেক্টের কথা এখনই তেমন জানা না গেলেও তিনি নিজেই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন যে তাঁর ব্যবসাতেও হাতেখড়ি হতে চলেছে শীঘ্রই। নিজের স্যালোঁ শুরু করছেন শুভস্মিতা। তাও নখের। সেই স্যালোঁর নামও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। যদিও কবে থেকে সেটা শুরু হবে, কোথায় অবস্থিত এখনও সেই সংক্রান্ত কোনও আপডেট দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *