T20 World Cup 2024। T20 বিশ্বকাপ জিতে মুখ খুললেন রোহিত

Spread the love

২০২৩ সালের ১৯ নভেম্বর হৃদয় ভেঙেছিল কোটি-কোটি মানুষের। ওডিআই বিশ্বকাপে দুরন্ত খেলেও ভারতীয় দল ফাইনাল জিততে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়েছিল তাদের। সেই ঘটনার সাত মাস বাদে প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে গেল।পাশাপাশি সাংবাদিক সম্মেলনে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেন রোহিত শর্মাও(Rohit Sharma)। নিজের অবসরের কথা জানাতে গিয়ে অকপট স্বীকারোক্তি করেন রোহিত শর্মা(Rohit Sharma)। ভারত অধিনায়কের স্পষ্ট বক্তব্য, কখনও ভাবিনি আমি টি-টোয়েন্টি থেকে এইভাবে পারফেক্টভাবে অবসর নেব। ভারতীয় দলের আইসিসির ট্রফি খরা ২৯ জুন শনিবার কেটে গেল। দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে সাত রানে হারিয়ে দিলেন রোহিত শর্মারা। ম্যাচ শেষেই বিরাট তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ইতি টানার কথা জানিয়ে দিলেন।

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে ভাবিনি যে এই বিশ্বকাপটা আমি খেলব কিনা। গত বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালের পরেও আমি কখনও সেটা ভাবিনি। কারণ আমি জানতাম যেটা হওয়ার সেটা হবেই হবে। আমি কখনও ভাবিনি আমি এভাবে (বিশ্বকাপ জয়ের পর) আমার টি-টোয়েন্টি কেরিয়ার শেষ করব। তবে পরিবেশ পরিস্থিতি এখন এমনিই। আমি এটা উপলব্ধি করলাম যে এটাই আমার জন্য পারফেক্ট পরিস্থিতি এই অবসরের ঘোষণা করার। বিশ্বকাপ জিতে এই ফর্ম্যাটকে আলবিদা জানানো এর থেকে আর ভালো কি হতে পারে?’

তাঁর মতে, ট্রফি জিতে অবসর নেওয়ার থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে? ৩৭ বছরের তারকা জানান, ‘আমি এইভাবে আমার ভবিষ্যৎ নিয়ে কখনও কোনও সিদ্ধান্ত নিই না বা নিতে ভালোবাসি না। যখন যেটা ঠিক মনে করি, তখন সেটাই আমি করি। নিজের মনের ভিতর থেকে যে জিনিসটায় আমি সায় পাই, সেটাই আমি করার চেষ্টা করি। আমি ভবিষ্যত নিয়ে একেবারেই ভাবিনা।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *