তসলিমা নাসরিন(Taslima Nasreen)। লেখিকা। সোশ্য়াল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘দিনে অন্তত ৫০টি থ্রেট আসে আমার কাছে। সবাই আমাকে খুন করতে চায়। কয়েকটি উদাহরণ এখানে দিলাম। এই জিহাদি জঙ্গিদের শেখানো হয়েছে ইসলামের আইন, বোরখা হিজাব বা জিহাদ নিয়ে কেউ প্রশ্ন করলে ঠান্ডা মাথায় তাকে খুন করতে হয়।’
তিনি একাধিক স্ক্রিনশটকে সংযুক্ত করেছেন। তসলিমার সোশ্যাল মিডিয়া পেজে রয়েছে এই স্ক্রিনশট। তবে এই স্ক্রিনশটে যেসব কথা লেখা আছে তা ভয়াবহ। অত্যন্ত উদ্বেগের। যে ভাষা ব্যবহার করা হয়েছে তা রুচিহীন, কদর্য।
সেখানে প্রায় প্রত্যেকটিতেই খুনের হুমকি। একেবারে কদর্য ভাষায় লেখিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকী এমন কথাও লেখা হয়েছে পেলে প্রকাশ্যে খুন করব, ফাঁসি হলে হবে। একেবারে বেপরোয়া হুমকি।একের পর এক হুমকি পোস্ট। সেই পোস্ট গুলিকে তুলে ধরেছেন তসলিমা নাসরিন। তবে তারপরেও যে তসলিমা তাঁর প্রতিবাদী অবস্থান থেকে সরে এসেছেন এমনটা নয়। তিনি নির্ভীক।একের পর এক প্রতিবাদের কথা তিনি লেখেন। এদিকে তসলিমার ওই পোস্টের পরে একজন কমেন্ট সেকশনে লিখেছেন, শুধু আপনার বক্তব্যকে সমর্থন করেছি বলে আমাকেও অশ্লীল ভাষায় গালি দেয় আর প্রকাশ্যে খুন করবে বলে শাসায়।