Tejas MK 1A By HAL Latest Update। HAL-এর হাতে তেজসের প্রথম F-404 ইঞ্জিন তুলে দেবে GE

Spread the love

ভারত-মার্কিন বাণিজ্যে শুল্ক যুদ্ধ নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এরই মাঝে জানা গেল, জেনারেল ইলেকট্রিক অবশেষে তেজসের জন্যে জিই -৪০৪ ইঞ্জিনের প্রথমটি দিতে চলেছে ভারতকে। উল্লেখ্য, তেজস মার্ক ১-এ যুদ্ধবিমানের জন্যে হ্যালের ৯৯টি ইঞ্জিন পাওয়ার কথা জিই থেকে। আর চুক্তি অনুযায়ী, ২ বছর আগে থেকেই জিই থেকে এই ইঞ্জিনগুলি পাওয়া শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের ২ বছর বিলম্বের পর থেকে জিই ইঞ্জিন সরবরাহ শুরু করবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। চলতি বছরে মোট ১২টি এফ৪০৪ ইঞ্জিন সরবরাহ করতে পারে জিই। এরপর থেকে প্রতি বছর ২০টি করে ইঞ্জিন সরবরাহ করতে পারে জিই। উল্লেখ্য, ২০২১ সালে জিই-র সঙ্গে এফ৪০৪ ইঞ্জিনের জন্যে ৭১৬ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল হ্যাল।

এর আগে সম্প্রতি তেজস যুদ্ধবিমানের ডেলিভারি নিয়ে হ্যালের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন বায়ুসেনা প্রধান। ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেছিলেন, বায়ুসেনার হাতে সময়মতো তেজস যুদ্ধবিমান তুলে দেওয়ার ক্ষেত্রে হিন্দুস্তান অ্যারোনটিকালসের ওপর ঠিক ভরসা করতে পারছেন না তিনি। রিপোর্ট অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি একটি ভিডিয়ো তোলা হয়েছিল বেঙ্গালুরুতে। তাতেই এয়ার চিফ মার্শালকে বলতে শোনা যায়, ‘হ্যালকে আমাদের উদ্বেগ মেটাতে হবে। আমাদের আরও বেশি ভরসা দিতে হবে। তবে এই মুহূর্তে আমি হ্যালের ওপর বেশি ভরতা করতে পারছি না। এটা আসলে ঠিক না। আমি হ্যালকে আমাদের চিন্তা এবং উদ্বেগের কারণগুলি বলতে পারি। এই পর্যন্তই।’ 

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবর্ষে বায়ুসেনাকে ১৬টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করার কথা ছিল হ্যাল-এর। তবে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের জেরে সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে হ্যাল। রিপোর্ট অনুযায়ী, তেজস যুদ্ধবিমান ভারতে তৈরি করা হলেও এর ইঞ্জিন সরবরাহ করার কথা জেনারেল ইলেকট্রিকের। তবে তারা সময় মতো ইঞ্জিন সরবরাহ করছে না। আর তাই পূর্বনির্ধারিত সময় মতো বায়ুসেনর হাতে তেজস যুদ্ধবিমান তুলে দিতে ব্যর্থ হয়েছে হ্যাল। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকরা জানিয়েছেন, নতুন বিমানের এফ৪০৪ ইঞ্জিন সরবরাহের গতি বাড়ানোর জন্য মার্কিন সংস্থা জিই এরোস্পেসের সঙ্গে আলোচনা চালিয়েছে হ্যাল। বস্টনের কাছে একটি কারখানায় গিয়ে এই ইঞ্জিন তৈরির কাজ দেখে এসেছেন শীর্ষ ভারতীয় আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *