টিটাগড় রেল সিস্টেম এবার জাহাজ তৈরি সহ আরও ২টি নতুন ব্যবসায় পা রাখতে চলেছে। সোমবার টিটাগড় রেলের বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠক সম্পন্ন হওয়ার পরই ব্যবসা বৃদ্ধির ঘোষণা করা হয় সংস্থার তরফ থেকে। জানানো হয়েছে, জাহাজ তৈরির পাশাপাশি মেরিটাইম সিস্টেম ব্যবসাতেও নামতে চলেছে টিটাগড় রেল। এছাড়াও তারা ‘সিগন্যালিং এবং সেফটি’ ব্যবসাতেও নামবে। উল্লেখ্য, জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ব্যবসায় বর্তমানে ভারতে সামনের সারিতে আছে তিনটি সরকারি সংস্থা – মাজাগাওঁ ডক শিপবিল্ডার্স, কোচিন শিপইয়ার্ড, গার্ডেন রিচ শিপবিল্ডার্স।
এদিকে সিগন্যালিং এবং সুরক্ষা সংক্রান্ত ব্যবসায় রেলের সিগন্যালিং ব্যবস্থা, ট্রেন কন্ট্রোল, ট্রেনের অবস্থার পর্যালোচনা সংক্রান্ত কাজ করবে টিটাগর রেল সিস্টেমস। এই ব্যবসায় রেলের অপারেশন সংক্রান্ত বিভিন্ন সিস্টেম তৈরি, উদ্ভাবনের ওপরে জোর দেবে টিটাগড় রেল। এরই সঙ্গে সেই সব সিস্টেমের ইনস্টলেশনের কাজেও হাত দেবে তারা। টিটাগড় রেলের ফ্রেইট রোলিং স্টক বিভাগের ডিরেক্টর সাকেত কান্দোইকে জাহাজ তৈরি এবং মেরিটাইম সিস্টেম ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয়।
এদিকে অন্য ব্যবসায় ঢোকার ঘোষণা করার পরও টিটাগড় রেলের শেয়ারের দাম নিম্নমুখী থেকেছে লাগাতার দু’দিন। গতকাল এক ধাক্কায় ৪.৫ শতাংশ পতন হয়েছিল টিটাগড় রেলের শেয়ার দরে। ১০২৭ টাকা থেকে এর শেয়ার দর নেমে যায় ৯১৩ টাকায়। আর আজও এই শেয়ারের দাম নিম্নমুখী ছিল। যদিও আজ মাঝে একটা সময় ৯৩৮ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল টিটগড় রেলের শেয়ার দর। তবে বাজারে লেনদেন শেষ হতে হতে ফের ঝিমিয়ে পড়ে এর গ্রাফ। এই আবহে এটা সময় ৮৯১ টাকাতেও নেমে গিয়েছিল এর দাম। এদিকে গত ৫২ সপ্তাহে টিটাগড় রেলের শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল ১৮৯৬.৯৫ টাকা। সেখান থেকে এখন প্রায় আর্ধেক দাম কমে গিয়েছে। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ১২.১৩ হাজার কোটি টাকা।