TMCর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ BJPর

Spread the love

রামনবমীর নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্য জুড়ে যখন নাস্তানাবুদ অবস্থা পুলিশের তখন শাসকদলের বিরুদ্ধেই প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। শনিবার রামনবমীর আগের দিন শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) কর্মসূচির কাছে কালো কাগজে ‘গো ব্যাক শুভেন্দু’ লেখা পোস্টার দেখা গেল রানাঘাটে। যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

শনিবার বিকেলে রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে রামনবমী মেলার উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘণ্টা আগে রানাঘাট পৌরসভার একাধিক জায়গায় টাঙানো হয়েছে কালো পতাকা। সাঁটা হয়েছে কালো পোস্টার। তাতে লেখা, ‘রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক।’

এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত বলেন, কারা পতাকা মেরেছে বা পোস্টার মেরেছে তা আমার জানা নেই। তবে পোস্টারের লেখা দেখে সুস্পষ্ট যারা রাম নিয়ে রাজনীতি পছন্দ করে না তারাই এই পোস্টার গুলি মেরেছে। আসলে যার নামে পোস্টার লেখা রয়েছে তিনি শুধুমাত্র উগ্রপন্থীদের মতো কথা বলে মিডিয়ার প্রচারে থাকতে চায়। তিনি জানেন ২০২৬ এ তাঁর জমানা শেষ হতে চলেছে।

অন্যদিকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা। বিজেপি শহর মণ্ডল ৫-এর সভাপতি শুভঙ্কর সাহা বলেন, এই কাউন্সিলর এবং তার দলবল আসলে ভয় পেয়েছে। তার কারণ যত দিন যাচ্ছে ততই তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।। তারা বুঝতে পারছে ২০২৬ এ তাদের আর কোন অস্তিত্ব থাকবে না। রামনবমীতে গোলমাল পাকানোর জন্য প্ররোচনা দিচ্ছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *