তেলেঙ্গানার বিজেপি নেতা। এন রামাচন্দর রাও। তিনি বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য। পেশায় আইনজীবী। তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সেই ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের এমপি সৌগত রায় একেবারে সভামঞ্চে বসেই ধূমপান করছেন। এই ছবি দেখে চমকে গিয়েছেন অনেকেই।
সভামঞ্চে বসে এই নেশা করার ছবি দেখে চমকে গিয়েছেন অনেকেই। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ছবিটি ঠিক কোন সময়ের সেটাও জানা যায়নি। তবে সভামঞ্চে সৌগতর পাশে বসে রয়েছেন একাধিক তৃণমূল নেতা। সেই অবস্থায় একেবারে মঞ্চে বসে তিনি একের পর এক সুখটান দিচ্ছেন। এই ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। যিনি এই কাজ করছেন তিনি তৃণমূলের অত্য়ন্ত বর্ষীয়ান এমপি। দীর্ঘ অভিজ্ঞতা। তাঁর আচরণ দেখে অন্য অনেকের শেখার কথা। কিন্তু তাঁর এই আচরণ তো শিউরে ওঠার মতো।
তবে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। ওই বিজেপি নেতা লিখেছেন, ‘টিএমসি এমপি সৌগত রায় নির্লজ্জের মতো ধূমপান করছেন মঞ্চে, ক্যামেরায় ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূলের এটাই পরিষ্কার প্রতিফলন।
দায়িত্ববোধ বলে কিছু নেই। এটাই তথাকথিত ওয়েস্ট বেঙ্গল মডেল। এটা সারা দেশকে অনুসরণ করতে বলে? অসম্মানের।’ লিখেছেন বিজেপি নেতা এন রামচন্দর রাও।
ভিনরাজ্যের কোনও বিজেপি নেতার এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিয়ো দেখে অনেকেরই লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে। তৃণমূলের অন্দরেও এনিয়ে চর্চা হচ্ছে। এবার এই ঘটনার ভিডিয়ো সামনে আসার পরে এনিয়ে নানা কথা উঠে আসছে।