TMC worker beaten। ২ কর্মীকে জুতোপেটা করল বিক্ষুব্ধ জনতা

Spread the love

উন্নয়নে বাধা দিচ্ছেন খোদ কাউন্সিলর। এমনই অভিযোগ তুলে নদিয়ার গয়েশপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। শুধু তাই নয়, তৃণমূল কাউন্সিলের সামনেই দলের দুই কর্মীকে জুতোপেটা করলেন বিক্ষুব্ধ জনতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরসভার ঝিলপাড়া এলাকায়। এদিনের ঘটনাকে কেন্দ্র ২ জন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, গয়েশপুর পুরসভার ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে ঝিলপাড় এলাকায় গান্ধী হাসপাতাল এবং টিবি হাসপাতাল রয়েছে। স্বাভাবিকভাবেই এই দুটি হাসপাতালকে কেন্দ্র করে প্রচুর মানুষ হাসপাতাল লাগোয়া রাস্তায়। অথচ দীর্ঘদিন ধরেই এই রাস্তায় আলোর ব্যবস্থা নেই। ফলে সেখানে আলোর ব্যবস্থা করার দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন স্বপ্না অধিকারী।স্থানীয়দের অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নের কাজ হলেও ১৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের কাজ সেভাবে হচ্ছে না। আজ শুক্রবার শেষমেষ পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের নম্বর ওয়ার্ডের ওই এলাকায় ফুটপাতে এবং আলোর ব্যবস্থা করেন। শুক্রবার সকালে এই কাজ শুরু হয়। কিন্তু, তার কিছুক্ষণ পরেই ঘটে বিপত্তি। খবর পাওয়া মাত্র তৃণমূল কাউন্সিলর সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। তখন কাউন্সিলরের সমর্থনে এগিয়ে আসেন দুজন তৃণমূল কর্মী। সেই সময় স্থানীয়রা তাঁদের মারধর, জুতোপেটা করেন বলে অভিযোগ। স্থানীয়রা অভিযোগ করেছেন, তৃণমূল কাউন্সিলার কাটমানি পাননি বলেই উন্নয়নের কাজে বাধা দিয়েছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন স্বপ্না অধিকারী।

কাউন্সিলরের বক্তব্য, তাঁকে না জানিয়ে অবৈধভাবেই কাজ হচ্ছিল। তাই তিনি প্রতিবাদ জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ দুজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে, ঘটনায় পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে সেখানে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল বুথ সভাপতি পার্থপ্রতীম কর কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, এই ওয়ার্ডে কোনও কাজ হচ্ছে না। এদিকে, ঘটনার জেরে এলাকায় অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *