Tollywood। স্বরূপ বিশ্বাসের উদ্যোগে স্বাস্থ্যশিবির, হাজির সৃজিত-কৌশিক, ইন্দ্রদীপ

Spread the love

ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্যশিবির। শনিবার টেকনিশিয়ান স্টুডিয়োর ভিতরেই এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শনিবার ও রবিবার সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে দু’দিন ধরে চলবে এই স্বাস্থ্যপরীক্ষা। জানা যাচ্ছে, ফেডারেশনের অন্তর্গত ২৯টি গিল্ডের সদস্যদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়।

এদিন বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত হাজারেরও বেশি মানুষ শিবিরে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করান। জানা যাচ্ছে, স্বরূপ বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে পুরো আয়োজনের তত্ত্বাবধান করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ আরও অনেকে। এদিন কলাকুশলীদের অনেকেই যাঁরা যেতে পারেননি, তাঁরা রবিবার এই স্বাস্থ্যশিবিরে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

জানা যাচ্ছে, শহরের প্রথম সারির তিনটি বেসরকারি হাসপাতাল এই শিবিরের অংশ হয়েছিল। নামী চিকিৎসকেরা এদিন কলাকুশলীদের স্বাস্থ্যপরীক্ষা করেন। তাও আবার একেবারে বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হয় তাঁদের। তবে এদিন এরই মধ্যে নতুন পরিচালক গিল্ডের সদস্যদের এখানে দেখা যায়নি। কানাঘুষো শোনা গেল তাঁরা নাকি এখানে ব্রাত্য!

প্রসঙ্গত ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের ঝামেলার ঘটনা নতুন নয়! গতবছর বিভিন্ন কারণে একাধিকবার চর্চায় উঠে এসেছে ইন্ডস্ট্রির অন্দরের এই দ্বন্দ্ব। সাম্প্রতিক অতীতে টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়। ফেডারেশনের কোপের মুখে পড়ে। যদিও বর্তমানে আবার তাঁদের সঙ্গে সেই সমস্যা মিটে গিয়েছে বলেও শোনা যাচ্ছে।

এর আগে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ফেডারেশন শ্রম আইন জানে। এর আগে ১৮-১৯ ঘণ্টা কাজ করানো হত। কলাকুশলীরা শৌচালয়ে যাওয়ার সময়টুকুও পেতেন না। পরে আলোচনার মাধ্যমেই সেটা ১৪ ঘণ্টাতে আনা হয়। তখন তাতে সায় দিয়েছিলেন কারা? স্বরূপ বিশ্বাসের কথায়, ফেডারেশন কোনও রাজনৈতিক সংগঠন নয়। কলাকুশলীদের স্বার্থেই কাজ করবে এই সংগঠন ধর্মঘট ডাকলে ইন্ডাস্ট্রির একটা পাতাও নড়বে না।

তবে এখ প্রশ্ন কলাকুশলীদের কঠিন কোনও শারীরিক সমস্যা ধরা পড়লে ফেডারেশন কি চিকিৎসার ব্যবস্থা করবে? এবিষয়ে পুরনো পরিচালক গিল্ডের কোষাধ্যক্ষ শুভম দাস আনন্দবাজারকে জানান, ফেডারেশন সংগঠন এবং গিল্ডের সদস্যদের জন্য বিশেষ কার্ড করে দিয়েছে। যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থ চিকিৎসা খাতে ব্যয় করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *