Tollywood-RG Kar। এবার খোলাচিঠিতে রাজ্যকে তোপ সব্যসাচী, চন্দনদের

Spread the love

আরজি কর কাণ্ডের দ্রুত বিচার সহ ১০ দফা দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে রয়েছে বিপুল সংখ্যক মানুষ। অনশন করায় অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক অনশনকারী। তবুও নাকি ‘টনক নড়েনি’ রাজ্য সরকারের। তাঁরা অমানবিক অবহেলা করছেন চিকিৎসকদের। এবার এই বিষয়ে খোলাচিঠি লিখলেন অনীক দত্ত, সব্যসাচী চক্রবর্তীরা।

জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন করায় পরপর অসুস্থ হয়ে পড়ছেন বলে সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তেমনই একই অবস্থা বিদ্বজনেদের। অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়রা কিছুদিন আগে দুই পক্ষ অর্থাৎ রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়ে জানান তাঁরা চাইলে তাঁরা মধ্যস্থতা করতে পারেন। কিন্তু সেই আবেদন নাকচ করেছেন অনশনকারী সহ অন্যান্য চিকিৎসকরা। এবার রাজ্য সরকারের উদ্দেশ্যে চিঠি লিখলেন টলিউডের একাংশ, যাঁদের মধ্যে আছেন সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, অনীক দত্ত, প্রমুখ।

তাঁরা এদিন তাঁদের এই চিঠিতে লিখেছেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারীরা মনে করি আরজি করের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিকারে সুবিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পূর্ণ যুক্তিসঙ্গত। তাঁদের তোলা দশ দফা দাবির সঙ্গে আমরা একমত এবং আমাদের মতে রাজ্যে একটি দুর্নীতিমুক্ত ভয় মুক্ত স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি এই দাবিগুলির পূরণের মধ্য দিয়েই একমাত্র তৈরি হতে পারে। এই বিষয়ে রাজ্য সরকার ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের টালবাহানার এবং সত্য গোপন করার প্রচেষ্টার আমরা তীব্র নিন্দা করছি। শুধু তাই নয়, জুনিয়র ডাক্তাররা যখন সরকারের কথায় আস্থা দেখাতে কাজে ফিরেছেন তার পরেও আন্দোলনের ন্যায্য দাবি পূরণ করার চাইতে আন্দোলনকে ভাঙতেই যেন সরকার বেশি তৎপর বলে আমাদের মনে হচ্ছে।’

তাঁরা আরও লেখেন, ‘বিশেষত আমরণ অনশনের কর্মসূচি গ্রহণের পরেও ডাক্তারদের প্রতি যে অমানবিক অবহেলা দেখানো হচ্ছে আমরা তারও কঠোর নিন্দা করছি। অনশনকারী জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা নিয়ে সমস্ত নাগরিকদের সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। আমরা অবিলম্বে সরকারকে, বিশেষত স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগকে অনশন স্থলে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে তাঁদের ন্যায্য দাবি পূরণের বাস্তব পথ দ্রুত গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

তবে কেবল রাজ্য সরকার নয়, এখানে বিশিষ্টজনেরা বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যেও। তাঁদের উদ্দেশ্যে লেখা হয়, ‘একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কাছে আমরা এই বার্তা পাঠাতে চাইছি যে তাঁদের আন্দোলন গোটা নাগরিক সমাজেরও আন্দোলন। এ আন্দোলন এক দফায় শেষ হবার নয়। যে আন্দোলন তাঁরা শুরু করেছেন আমরা চাই সুস্থ দেহে তাঁরা সবাই তাতে সক্রিয়ভাবে যুক্ত থেকে আমাদের আরো এগিয়ে নিয়ে চলুন। তাঁদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি নিজেদের গুরু দায়িত্ব সম্বন্ধে সচেতন থেকে তাঁরা একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই লড়াইকে দিশা দেখাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *