Trump tariff। ট্রাম্পের শুল্ক আঘাতে হাহাকার শেয়ার বাজারে! বাড়ছে তেল-সোনার দাম

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) পাল্টা শুল্ক আরোপে বড় ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারে। ধরাশায়ী ভারতের দালাল স্ট্রিটও। ২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে পারস্পরিক কর। যার ব্যাপক প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। নতুন অর্থবর্ষে আন্তর্জাতিক বাজারের প্রভাবে সেনসেক্স সূচক এক ধাক্কায় ৮০০-রো বেশি পয়েন্ট পড়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঘায়েল বম্বে স্টক এক্সচেঞ্জ। সেনসেক্স ৮০০-রও বেশি পয়েন্ট পড়ে ৭৫,৮১১.১২ পয়েন্টে খুলেছিল। সেই পতন অব্যাহত থেকে বেলা পর্যন্ত। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ সকালেই ১৮২.০৫ পয়েন্ট পড়ে ২৩,১৫০.৩০ পয়েন্টে নেমে আসে। সময় যত এগোতে থাকে সূচক আরও কমতে থাকে। মার্কিন শুল্ক নীতির কারণে আইটি স্টকেও ব্যাপক প্রভাব পড়েছে।সকালে মিডক্যাপ বিভাগের সূচক রেডজোনে চলে গেলেও স্মলক্যাপ ছিল সবুজে। এদিন নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচক প্রায় ০.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেক্টরগুলির মধ্যে অধিকাংশ সূচকের রং ছিল লালে। নিফটি ব্য়াঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি প্রাইভেট ব্য়াঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি সার্ভিসেস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে বড় পতন হয়েছে।শুধু তাই নয়, সোনার মূল্য বাড়ছে লাফিয়ে লাফিয়ে।ট্রাম্পের ঘোষণার আগের দিন চাঙ্গা ছিল এশিয়ার শেয়ার বাজারগুলি। লাভের মুখ দেখেছে সেনসেক্স, নিফটিও।

চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ার বাজার বড়সড় ধাক্কা খেয়েছে।বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ারের দর পড়তে শুরু করে। তবে, ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দাম বেড়েছে। বুধবার ট্রাম্প জানিয়েছেন, ব্রিটেনের সমস্ত দ্রব্যের উপর রফতানি শুল্ক ১০ শতাংশ ধার্য করা হচ্ছে। শুধু ব্রিটেন নয়, বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, ট্রাম্পের ঘোষণার জেরে টোকিয়োর নিক্কেই (টোকিয়ো স্টক এক্সচেঞ্জের স্টক মার্কেট সূচক) প্রাথমিক ভাবে ৩.৯ শতাংশ হ্রাস পেয়েছিল। যদিও পরে কিছুটা পুনরুদ্ধার হয়। বর্তমানে পতনের হার দাঁড়িয়েছে ২.৯ শতাংশে। ট্রাম্প জানিয়েছেন, তিনি জাপানের উপর ২৪ শতাংশ পাল্টা শুল্ক চাপাবেন। শুধু জাপান নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ‘বন্ধু’ দক্ষিণ কোরিয়ার উপরও ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। যার প্রভাব পড়েছে সে দেশের শেয়ার বাজারে। হংকং, সংহাইয়েও একই প্রভাব দেখা গিয়েছে। কোথাও পতনের হার ১.৫ শতাংশ, আবার কোথাও ১.৪ শতাংশ।

সূত্রের খবর, ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে সোনার দামেও প্রভাব পড়েছে।হলুদ ধাতুর দাম আউন্স প্রতি ৩,১৬০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দু’লক্ষ ৭১ হাজার ৯৮ টাকা) ছাড়িয়েছে। যা রেকর্ড গড়েছে।শুধু সোনা নয়, তেলের দামেও প্রভাব পড়েছে। ব্রেন্ট ফিউচারের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২.৫৬ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ছ’হাজার ২২৫ টাকা) পৌঁছেছে।

বুধবারই মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টেয় (ভারতে রাত দেড়টা) ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সবিস্তার জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। এই আবহে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছে ভারত। তারপর বিকল্প উপায় নিয়ে চিন্তাভাবনা করবে নয়া দিল্লি। চিনে থেকে আমদানি করা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা দ্রব্যের ওপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে।মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যে কোন দেশের গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *