এবারের বাজেটে অস্থায়ী কর্মীদের কথাটাও মাথায় রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনটাই বলছেন সুইগির এক আধিকারিক। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সুইগির কর্পোরেট অ্য়াফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট দীনকর বশিষ্ট জানিয়েছেন, স্বাস্থ্য় বিমার ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের আওতায় আনার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত পিএম আরোগ্য যোজনার মাধ্য়মে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, সুইগি সহ একাধিক সংস্থা গত কয়েকবছর ধরেই ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য সহ অন্যান্য় বিমার সুবিধা দেওয়া হয়। আন্তর্জাতিক নানা সূচককে মান্যতা দিয়ে এটা করা হয়ে থাকে। আমরা আরও বিস্তারিত জানার জন্য় অপেক্ষা করে রয়েছি।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ ঘোষণা করার সময় সরকারি পরিচয়পত্র ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে ই শ্রম পোর্টালের মাধ্য়মে।
এর মাধ্য়মে এক কোটি অস্থায়ী কর্মীকে সহায়তা করা হবে।শহরের কর্মীদের আর্থ সামাজিক উন্নতির জন্য় উদ্যোগ নেওয়া হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুইগি। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা অস্থায়ী কর্মীদের করা হবে সেটা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তবে এর মাধ্য়মে উপকৃত হবেন অনেকেই।