UP Burqa Voters। উত্তরপ্রদেশে বোরখা পরে ছাপ্পা ভোট? 

Spread the love

সমাজবাদী পার্টি (সপা)-এর সভাপতি অখিলেশ যাদবের সমালোচনায় সরব হলেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। তাঁর অভিযোগ, রাজ্যের ভোট প্রক্রিয়া ব্যাহত করতে ‘অনাচার, গুন্ডাগিরি ও মাফিয়ারাজ’ কায়েম করছেন অখিলেশ যাদব(Akhilesh Yadav)।

বিজেপি সভাপতির দাবি, তাঁদের দলের বিরুদ্ধে অখিলেশ যেসমস্ত অভিযোগ করছেন, তা আদতে তাঁর ‘হতাশা’র বহিঃপ্রকাশ। এবং ভূপেন্দ্রর দাবি, যেভাবে ভোট হয়েছে, সেই ট্রেন্ড থেকেই বোঝা যাচ্ছে, রাজ্যে সপা-র পরাজয় একপ্রকার নিশ্চিত।

লখনউয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে ভূপেন্দ্র চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ‘সপা নির্বাচনকে রক্তাক্ত করতে চেয়েছে। এবং সেই কারণেই বহিরাগতদের এনে জড়ো করেছে। যাতে আইন-শৃঙ্খলা নষ্ট করা যায়।’

একইসঙ্গে, এক দলিত-কন্যার খুনের ঘটনাতেও সপা নেতারা জড়িত রয়েছেন বলে ভূপেন্দ্র অভিযোগ করেন। তাঁর মতে, এই ‘জঘন্য আচরণই ওদের (সমাজবাদী পার্টির) আসল চেহারা প্রকাশ্যে এনে দিয়েছে।’

ভূপেন্দ্রর আরও অভিযোগ, উপনির্বাচনে জিততে বোরখা পরিহিত মহিলাদের ব্যবহার করেছে সপা। সেই মহিলারা একের পর এক ছাপ্পা ভোট দিয়েছেন। একইসঙ্গে, বিজেপির সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।

বিজেপি নেতার প্রশ্ন, ‘যদি বিজেপি সমর্থকরা ভোট দিতে বাইরেই না বের হন, এবং সপা ভোটারদের ভোট দিতে না দেওয়া হয়, তাহলে কারা ভোট দিচ্ছেন?’

ভূপেন্দ্র চৌধুরীর দাবি, সংশ্লিষ্ট ঘটনা থেকেই স্পষ্ট, গণতান্ত্রিক প্রক্রিয়া প্রাভাবিত করার চেষ্টা করা হয়েছে।

এই গোটা ঘটনায় সপা নেতৃত্ব ‘ভিকটিম কার্ড’ খেলছে বলেও দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, সপা নেতৃত্ব নিজেরাই অপরাধ করেছে, আবার নিজেরাই নিজেদের আক্রান্ত হিসাবে তুলে ধরার চেষ্টা করছে।

এই প্রসঙ্গে ভূপেন্দ্র চৌধুরী জানান, তাঁদের দলের তরফে মানুষের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে মানুষ সর্বোচ্চ পরিমাণে ভোটদানে অংশগ্রহণ করে। তিনি বলেন, ‘সপা খুব ভালো করেই জানে যে মানুষ আর বিশৃঙ্খলা চাইছে না। তারা আর ধর্ষকদের সমর্থন করছে না।’

বিজেপি নেতার আরও বক্তব্য, সপা পুনরায় উত্তরপ্রদেশে জঙ্গলরাজ কায়েম করতে চাইছে। এবং তা তাদের সংশ্লিষ্ট আচরণেই স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি করেছেন ভূপেন্দ্র চৌধুরী।

একইসঙ্গে তাঁর দাবি, পুলিশ কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং যে বা যারা বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে। ভূপেন্দ্র আমজনতার উদ্দেশে প্রতিশ্রুতি দেন, তাদের দল মুক্ত ও অবাধ নির্বাচন করাতে বদ্ধপরিকর।

বোরখা পরা মহিলাদের নিয়ে অভিযোগটা ঠিক কী?

ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিজেপির তরফে অভিযোগ করা হয়, উত্তরপ্রদেশের কুন্দার্কি, সিসামাউ এবং মীরপুর কেন্দ্রে একাধিক ব্যক্তি ছাপ্পা ভোট দিয়েছে। অভিযুক্তরা সকলেই সংশ্লিষ্ট জেলার বাইরে থেকে এসেছিল বলেও অভিযোগ করেছে গেরুয়া শিবির।

বোরখা পরা মহিলারা এই কাণ্ড ঘটিয়েছেন বলেও দাবি বিজেপির। এমনকী, পরিচয় যাচাই না করে, ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর কেন বোরখায় মুখ ঢাকা মহিলাদের ঢুকতে দিলেন আধিকারিকরা, সেই প্রশ্নও তোলা হয়েছে।

বিজেপির আরও অভিযোগ, জেলার বাইরে থেকে আসা বহু মানুষ প্রথমে স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং লজে এসে ঘাঁটি গাড়ে। তারপর ভুয়ো ভোটার কার্ড তৈরি করে ছাপ্পা ভোট দেয়।

যে ভোটাররা বর্তমানে আর সংশ্লিষ্ট কেন্দ্রে থাকেন না, বা যাঁরা মারা গিয়েছেন, তাঁদের নাম ও পরিচয় ভাঁড়িয়ে এই অপকর্ম করা হয় বলে দাবি বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *