উত্তরপ্রদেশের কানপুরে রামনবমীর মিছিলে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠল। লাইভহিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের কানপুরে রামনবমীতে শোভাযাত্রা চলাকালীন পরিবেশ উত্তপ্ত করতে জুতো ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুতো ছুড়ে মারার অভিযোগে দু’জনকে আটকও করে পুলিশ। জানা গিয়েছে, রাওয়াতপুর রামলালা মন্দিরের শোভাযাত্রায় ডিজে ব্যবহার নিয়ে পুলিশের সঙ্গে সংঘাত তৈরি হয় আয়োজকদের। পরে সেই এলকায় রাতভর ভারী পুলিশ বাহিনী এবং পিএসি মোতায়েন করা ছিল।
এদিকে রাওয়াতপুরে ডিজে শব্দ সরানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে সৈয়দনগর ও জনতানগর শোভাযাত্রা কমিটির সভাপতি মোহিত বাজপেয়ী, বাকারমন্ডির রাম অবতার প্রজাপতি, কাকাদেওর মহেন্দ্র সিং, ছাপেদা পুলিয়ার সোনু রাঠোর, বাউয়া কেসারওয়ানি যাত্রা বয়কট করেন। মাসওয়ানপুর কমিটির কর্মকর্তারা ছোট আকারেও মিছিল বের করতে দেননি। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘাত দেখা দেয়। পরে রামলাল রাম নবমী শোভাযাত্রা কমিটির সভাপতি অবধ বিহারী মিশ্রের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
এদিকে ব্রহ্মদেব স্কোয়ারের কাছে একটি ছোট মিছিল আটকে দেয় পুলিশকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘাত দেখা দেয় মিছিলে থাকা রামভক্তদের। এসময় ভিড়ের মধ্যে উপস্থিত পুলিশকে লক্ষ্য করে কেউ জুতা ছুড়ে মারে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে। জনতা স্লোগান দিতে দিতে তাদের উদ্ধার করে। এই আবহে একাধিক জায়গায় পুলিশের বিরুদ্ধে প্রতীকী মিছিল হয়। এদিকে আনন্দপুরীর এক মিছিলে লাউডস্পিকারের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৪ করে দেয় পুলিশ। এর জেরে সেই শোভাযাত্রা প্রায় দেড় ঘণ্টা বিলম্বিত হয়।
পুলিশ কমিশনার হরিশ চন্দর বলেন, ‘ডিজে সাউন্ড নিয়ে আদালতের নির্দেশ অনুসরণ করা হয়েছে। পাথর ছোড়া এবং ভাঙচুরের গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে। পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিয়ো খতিয়ে দেখা হচ্ছে। জুতা নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এদিকে রামনবমী সেবা সমিতির সভাপতি চেতন বাজপেয়ীর অভিযোগ, মিশ্রী বাজারে শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। এতে আহত হয়েছেন অনেকেই। সেখানে পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে। পরে গোলমাল দেখে ঘটনাস্থলে পৌঁছয় ডিসিপি ইস্ট-সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান বজরং দলের প্রাক্তন জাতীয় আহ্বায়ক প্রকাশ শর্মা।