ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা অত্যন্ত ঘৃণ্য কাজ। এভাবেই তীব্র নিন্দা করেছে ভারত সরকার। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম বৃহত্তম বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির। শনিবার ওই মন্দির ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মন্দিরে বৈষম্যমূলক দেওয়াল লিখনও লিখে দেওয়া হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও নোংরা কথা লেখা হয়েছে।
বিএপিএসের অফিসিয়াল এই ঘটনার কথা জানানো হয়। পোস্টে লেখা হয়েছে, ‘ফের আর এক হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়। এইবার চিনো হিলস, ক্যালিফোর্নিয়ায়। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সম্প্রদায়ের সঙ্গে একজোট হয়ে আমরা এই ঘৃণাকে বাড়তে দেব না। আমাদের মানবতা এবং বিশ্বাস শান্তি ফিরিয়ে আনবে।’
হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ঘটনার ছবি শেয়ার করেছে এবং এর তদন্তের দাবি জানিয়েছে। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগে গত বছর নিউ ইয়র্কের বিএপিএস মন্দিরে একই রকম হামলার কয়েকদিন পর, স্যাক্রামেন্টোর বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরের মুখমণ্ডল উস্কানিমূলক বার্তা দিয়ে বিকৃত করা হয়েছিল।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দির হামলায় নিন্দায় সরব হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের খবর দেখেছি। আমরা এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে এই কাজের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ধর্মীয়স্থানগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।’
এই প্রথম নয় গত বছর সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। অজ্ঞাত হামলাকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে খবর। সেই সময়ও নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট মন্দির ভাঙচুরের তীব্র নিন্দা করে বলেছিল, এটি একটি জঘন্য অপরাধ। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিএপিএস স্বামী নারায়ণ সংস্থাও বার্তা দিয়ে নিউইয়র্কের মেলভিলে বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরের অপবিত্রতার নিন্দা করে। উত্তর আমেরিকার বিভিন্ন হিন্দু মন্দিরেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। তারপরেও আবার একই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।