US-Canada Tariff War Latest Update। ২৫% শুল্ক থেকে আপাতত রেহাই পেল কানাডা

Spread the love

এবার কানাডার ওপর চাপানো ২৫ শতাংশ শুল্কের ঘোষণা একমাসের জন্যে স্থগিত রলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। এমনটাই জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে সম্প্রতি মেক্সিকোর ওপর চাপানো ২৫ শতাংশ শুল্কের ওপরও এক মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন ট্রাম্প। উল্লেখ্য, অবৈধ অভিবাসী এবং মাদক সমস্যার ইস্যুতে নিজের দুই পড়শি কানাডা এবং মেক্সিকোর ওপর সম্প্রতি শুল্কের বোঝা চাপানোর ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই পালটা মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে বলে জানান ট্রুডো। এই আবহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল ফোনে কথা হয় ট্রুডোর। এরপরই তিনি জানান, আপাতত ‘অন্তত ১ মাসের জন্য’ কানাডার ওপরে চাপানো ২৫ শতাংশ শুল্কের বোঝা চাপাবে না আমেরিকা।

ট্রুডো বলেন, মার্কিন-কানাডা সীমান্ত আরও সুরক্ষিত করতে ১.৩ বিলিয়ন ডলার ব্যয়ে নয়া পরিকল্পনা বাস্তবায়ন করবে তাঁর সরকার। এর ফলে আরও বেশি সংখ্যক চপার মোতায়েন করা হবে মার্কিন সীমান্তে। এরই সঙ্গে আরও বেশি করে প্রযুক্তি ব্যবহার করা হবে সীমান্তে। সীমান্তরক্ষীদের সংখ্যাও বৃদ্ধি করা হবে। ট্রুডো বলেন, এর জন্যে ‘আমেরিকান পার্টনারদের’ সঙ্গে মিলে তাঁর সরকার কাজ করবে। এদিকে মাদক পাচার রুখতে ‘ফেনটানিল জার’ পদে একজনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ট্রুডো। আমেরিকার সঙ্গে মিলে কানাডা যৌথ বাহিনী গড়ে সীমান্তে নজরদারি চালাবে। মদক পাচারকারীদের চিহ্নিত করে তাদের জঙ্গি তকমা দেওয়া হবে বলেও জানান ট্রুডো।

এদিকে এত কিছুর মাঝেও শুল্ক যুদ্ধে ‘পিছু হটতে’ নারাজ ট্রুডো। তাঁর কথায়, ‘আমরা জবাব দিতে সব সময় প্রস্তুত। শুল্ক যুদ্ধ দুই দেশের জন্যেই খারাপ। তবে আমরা তাৎক্ষণিক, কঠোর এবং যুক্তিযুক্ত জবাব দিতে তৈরি থাকব। আমরা যে এটা করতে চাই, এমনটা না। তবে অপর পক্ষ যদি পদক্ষেপ করে তাহলে আমরাও পদক্ষেপ করব।’ এদিকে ট্রুডোর সঙ্গে ফোনালাপ নিয়ে ট্রাম্প বলেন, ‘তাঁর সঙ্গে ফোনালাপ বেশ ভালোই হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এটা আমার দায়িত্ব যে আমি সকল আমেরিকানকে সুরক্ষিত রাখব। প্রাথমিক ভাবে ট্রুডোর সঙ্গে ফোনালাপে যে সব সমাধান সূত্র বেরিয়ে এসেছে, আমি তাতে সন্তষ্ট। আপাতত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে না কানাডার ওপরে। দেখা হবে যে তাদের সাথে একটা চূড়ান্ত অর্থনৈতিক চুক্তি করা সম্ভব হবে কি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *